টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
কবে বিয়ে করছেন শেহনাজ?
অভিনেত্রী ও প্রযোজক শেহনাজ গিল সম্প্রতি বিবাহ নিয়ে তাঁর অকপট মতামত জানিয়েছেন। বর্তমানে তিনি তার নতুন পাঞ্জাবি ছবি 'ইক কুড়ি'-এর প্রচারে ব্যস্ত। এই ছবিতে তিনি প্রযোজনারও দায়িত্বে রয়েছেন। মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শেহনাজ স্পষ্ট জানান যে তিনি বর্তমান সময়ে বিবাহকে আর প্রয়োজনীয় বলে মনে করেন না। তিনি বলেন, "বিয়ে গুরুত্বপূর্ণ নয়। যদি না করতে চান, তবে সেটাও ঠিক আছে।" তবে এর পাশাপাশি তিনি এ-ও স্বীকার করেন যে ভবিষ্যতে সঠিক পরিস্থিতি এলে তিনি হয়তো বিয়ে করার কথা ভাবতে পারেন। তিনি বলেন, "আমার মনে হয় আমি বিয়ে করব না, কিন্তু আমি 'কখনও না' বলব না। হতে পারে, আগামীতে আমাকে বিয়ে করতে হবে। আমাকে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে।" শেহনাজ সম্পর্কের গুরুত্ব প্রসঙ্গে বলেন, বাবা-মায়ের ঘর ছেড়ে একজন পুরুষের কাছে নিজের পুরো জীবনটা সঁপে দেওয়াটা একটা বিশাল বড় সিদ্ধান্ত। তিনি বলেন, "আপনি জানেন না আপনার সঙ্গী কে হবেন। দেখা যাক, আগামীতে কী হয়।"
শাহরুখকে শুভেচ্ছা ফারাহর
বলিউড সুপারস্টার শাহরুখ খান তাঁর ৬০তম জন্মদিনটি মন্নত-এর বাইরে ভক্তদের বিপুল জনসমাগম থেকে দূরে, আলিবাগ-এর বাড়িতে একটি ঘরোয়া ও ব্যক্তিগত আয়োজনের মাধ্যমে উদযাপন করেছেন। প্রতি বছর মধ্যরাতে মন্নত-এর গেটে শাহরুখের উপস্থিতির অপেক্ষায় ভক্তরা ভিড় করলেও, এবারে তিনি আসেননি, যা তাঁর অনুরাগীদের কিছুটা হতাশ করেছে। তবে, তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র নির্মাতা-কোরিওগ্রাফার ফারাহ খান সোশ্যাল মিডিয়ায় পার্টির কিছু ছবি শেয়ার করে ভক্তদের এই বিশেষ উদযাপনের একটি ঝলক দেখিয়েছেন। ছবিতে শাহরুখকে একটি ক্যাজুয়াল গ্রে টি-শার্ট পরতে দেখা গিয়েছে, যেখানে ফারাহ তাঁকে আলিঙ্গন করছেন। ছবি শেয়ার করে ফারাহ খান কিং খানকে 'আরও ১০০ বছর শাসন কর।' জানা গিয়েছে, 'বাদশা'র এই অন্তরঙ্গ জন্মদিনের অনুষ্ঠানে করণ জোহর থেকে দীপিকা পাড়ুকোনের মতো ঘনিষ্ঠ বৃত্তের মানুষেরা উপস্থিত ছিলেন।
৫৪৯তম ছবি শুরু অনুপম খেরের
বর্ষীয়ান বলিউড অভিনেতা অনুপম খের তাঁর কেরিয়ারের ৫৪৯তম ছবির শুটিং শুরু করেছেন। এই ছবিতে তিনি আবারও হাত মিলিয়েছেন জনপ্রিয় পরিচালক সুরজ বরজাতিয়ার সঙ্গে। অনুপম খের তাঁর এই নতুন সফরকে 'আনন্দময় যাত্রা' বলে বর্ণনা করেছেন। অভিনেতা সোশ্যাল মিডিয়ায় এই খবরটি ভাগ করে নিয়েছেন। শুটিংয়ের প্রথম দিনে তিনি সুরজ বরজাতিয়াকে অযোধ্যা থেকে আনা একটি 'শুভ শাল' উপহার দেন। এই প্রসঙ্গে তিনি জানান যে, সুরজ তাঁর প্রথম ছবি 'সারাংশ'-এর সময় মহেশ ভাটের সহকারী হিসেবে কাজ করেছিলেন। এরপর থেকে রাজশ্রী ফিল্মস এবং সুরজের পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিনি আরও জানান, এটাই রাজশ্রী ফিল্মস-এর সঙ্গে তাঁর দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ, যেখানে তিনি বরাবর ছবির প্রথম শটে থাকার বিশেষ সুযোগ পান। ওই পোস্টে অনুপম খের সুরজকে একজন 'আইকন' বলেও উল্লেখ করেছেন।
