পরিচালক বিশাল ভরদ্বাজ ফের একবার তুলে আনছেন জটিল চরিত্র, গা ছমছমে গ্যাংস্টার জগৎ এবং ইমোশনাল থ্রিলারের এক অদ্ভুত মিশ্রণ। ছবির নাম ‘রোমিও’। আর এই সিনেমাতেই প্রথমবার জুটি বাঁধছেন শাহিদ কাপুর এবং তৃপ্তি দিমরি। এবার এই ছবিতে পা রাখলেন তমন্না ভাটিয়া!

 

শাহিদ-বিশাল জুটি মানেই ভক্তদের প্রত্যাশা আকাশছোঁয়া—‘কমিনে’, ‘হায়দার’ বা ‘রঙ্গুন’-এর মতো কাল্ট ছবির পর এই নতুন প্রকল্প ঘিরে বলিউডে এখন থেকেই শোরগোল।তবে সবচেয়ে বড় চমক? দীর্ঘদিন পর বলিউডের বড় পর্দায় ফিরছেন তমন্না ভাটিয়া, তাও বিশাল ভরদ্বাজের থ্রিলার দিয়ে!

 

বিশাল ভরদ্বাজের এই ‘রোমিও’ কোনও লাভস্টোরি নয়। বরং এটি এক স্টাইলিশ, বুদ্ধিদীপ্ত এবং আবেগঘন গ্যাংস্টার থ্রিলার, যেখানে প্রতিটি চরিত্রের নৈতিক দ্বন্দ্ব আর আবেগের দোলাচল গড়ে তুলবে চরম উত্তেজনা। এক শিল্পসৌকর্যে মোড়া অপরাধ জগতের পটভূমিতে তৈরি এই সিনেমায় শাহিদ কাপুরকে দেখা যাবে এমন এক চরিত্রে, যে একদিকে শীতল অপরাধপ্রবণ, আবার অন্যদিকে আবেগে ভেঙে পড়া মানুষ।

 

তমন্নার কামব্যাক হলেও এ ছবি গ্ল্যামারে মোড়া নয়, গল্পের চালচিত্রই দেবে নেতৃত্ব।  ২০১৯ সালে ‘খামোশি’ মুক্তির পর থেকে বলিউডে তেমন বড় স্ক্রিনে দেখা যায়নি তামান্নাকে। মাঝে বেশ কিছু ওটিটি প্রজেক্ট ও দক্ষিণী ছবিতে চমকপ্রদ পারফরম্যান্স দিলেও হিন্দি সিনেমায় তাঁর পূর্ণাঙ্গ প্রধান চরিত্রে ফেরার অপেক্ষায় ছিলেন দর্শকরা। ‘রোমিও’ সেই কামব্যাক গাড়ি। এই ছবিতে তামান্নার চরিত্র যে শুধুমাত্র গ্ল্যামার যুক্ত নারী নয়, তা সূত্রের খবর —এই চরিত্রে দরকার ছিল এমন কাউকে, যার মধ্যে শক্তি ও আবেগের নিখুঁত ভারসাম্য থাকবে। তামান্না প্রথম চিত্রনাট্য পড়েই সেই আত্মবিশ্বাস দেখিয়েছেন।

 

তাঁর চরিত্রটি একাধিক টার্নিং পয়েন্টে প্লটকে মোড় ঘোরাতে সাহায্য করবে। এবং তাঁর উপস্থিতি শুধুই অভিনয় নয়, ছবির বাজারজাতকরণেও একটি বড় শক্তি। হিন্দি, তামিল, তেলুগু—সব ভাষাতেই তাঁর অগণিত ফ্যানবেস এই ছবিকে বাড়তি উত্থান দিতে পারে। এর আগে এই ছবিতে তাব্বুর জুড়ে যাওয়ার কথা শোনা গিয়েছিল। ‘দেবা’ ছবিতে তাঁর অন্ধকার, ভয়ংকর অথচ মানবিক চরিত্রের পর এবার তিনি যে “এডজি, নটি, নাইন্টিজ গ্যাংস্টার” মুডে ঢুকছেন, সে কথা নিজেই স্বীকার করেছেন শাহিদ। বিশাল ভরদ্বাজের এই কামব্যাক ছবি নিয়ে যে উত্তেজনা এখনই আকাশছোঁয়া, তাতে কোনও সন্দেহ নেই।

 রোমিও র দৃঢ়তা আর অভিজ্ঞতার দুর্দান্ত মিশেলে দুর্ধর্ষ কাস্টের দিকে চোখ ফেরানো যাক — 

শাহিদ কাপুর – চিরাচরিত ফর্মে ফিরে আসছেন ‘রোমিও’ চরিত্রে

তামান্না ভাটিয়া – কামব্যাকেই প্রভাবশালী মহিলা চরিত্রে

তৃপ্তি দিমরি – এক রহস্যময় ভূমিকায়

নানা পটেকর – অপরাধজগতের এক মাথা  

রণদীপ হুদা – গা ছমছমে পারফরম্যান্সের প্রতিশ্রুতি

এই কম্বিনেশনেই জমে উঠেছে ছবির কাস্টিং।

 
 মুক্তির তারিখ: ৫ ডিসেম্বর, ২০২৫
 প্রথম পোস্টার: সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরু
 প্রচারেও থাকছে চমক। সূত্রের খবর, বড় বাজেট ধার্য করা হয়েছে  প্রচারে। ছবির টিজার, গান, অ্যাকশন হাইলাইটসও নাকি হবে নজরকাড়া। 

 

ছবির প্রযোজকেরা চায় ছবিটিকে একেবারে ইয়ার-এন্ড ইভেন্ট সিনেমা হিসেবে বাজারে নিয়ে আসতে, কারণ ডিসেম্বর মাসে সিনেমাহলে পায়ে পা দিয়ে দাঁড়ায় একাধিক হেভিওয়েট প্রজেক্ট। তবু তারা আত্মবিশ্বাসী—“রোমিওর গর্জনে ফাটবে বক্স অফিস!”

 

নেটপাড়ায় প্রশ্ন, ‘রোমিও’ কি কমিনে-হায়দার-এর পর ‘শাহিদ-ভরদ্বাজ ক্লাসিক’ হতে চলেছে? ‘কমিনে’তে শাহিদের দ্বৈত চরিত্র আজও দর্শকদের স্মৃতিতে অমলিন। ‘হায়দার’-এর মতো সাহসী রাজনৈতিক ছবি বলিউডে খুব কম এসেছে। সেই পরপর হিটের পর ‘রোমিও’ যদি সেই স্তরে পৌঁছায়—তা হলে এটি হতে পারে শাহিদের কেরিয়ারের আরেক কাল্ট টার্নিং পয়েন্ট।