‘ওএমজি ২’-এর ১৮০ কোটির সাফল্য—তাও কি যথেষ্ট নয়? পরিচালক অমিত রাইয়ের মুখে যেন ঝরে পড়ল বলিউডের নিষ্ঠুর বাস্তবতা। ২০২৪ সালে যে ঐতিহাসিক স্বপ্নটা তাঁকে উজ্জ্বল করে তুলেছিল, আজ সেটাই শেষ হয়েছে দুঃখজনকভাবে—কাগজের ঝুড়িতে! শাহিদ কাপুরকে নিয়ে ছত্রপতি শিবাজি মহারাজের বায়োপিক—এই ছিল অমিত রাইয়ের স্বপ্নের প্রোজেক্ট। বছর পাঁচেকের প্রস্তুতি, গবেষণা আর হৃদয়ের সমস্ত আবেগ ঢেলে যে চিত্রনাট্য গড়েছিলেন, সেই ছবিই এখন আর হচ্ছে না। খবরটা নিজেই জানালেন পরিচালক।
“১৮০ কোটির ছবি করেও যথেষ্ট প্রমাণ নয়?”—সরাসরি আক্ষেপ অমিতের। এক সাক্ষাৎকারে অমিত রাই বলেন,“এই সিস্টেমটা ভীষণ নিষ্ঠুর। তুমি ১৮০ কোটির ছবি বানিয়ে প্রমাণ দাও, তাও তা যথেষ্ট নয়। এমন একটা জায়গায় একজন পরিচালক কাজ করবে কী করে—যেখানে কাস্টিং, প্রোডাকশন, স্টার পাওয়ার আর ম্যানেজমেন্টের উপর সব নির্ভর করে!” তিনি আরও বলেন,“একটা গল্প নিয়ে তুমি পাঁচ বছর বাঁচো। তারপর হঠাৎ কেউ এসে পাঁচ পাতার একটা রিপোর্ট বানিয়ে বলে দেয় কী ঠিক, কী ভুল! এটা ভীষণ কষ্টের।”
নিজের প্রজেক্ট নিজেই প্রযোজনা করবেন এবার। এই তিক্ত অভিজ্ঞতার পর, অমিত রাই ঠিক করেছেন, এবার নিজের ছবি নিজেই প্রোডিউস করবেন। এই প্রোজেক্টে তাঁকে সাহায্য করছেন হাঙ্গেরির চিত্রগ্রাহক মাতে হার্বা এবং আন্তর্জাতিক অ্যাকশন ও মোশন-ক্যাপচার বিশেষজ্ঞ আইজ্যাক হ্যামন। এবং সবচেয়ে বড় কথা, ‘ওএমজি ২’-এর অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী থাকছেন এই নতুন ছবিতে। অমিত জানান, অক্ষয় কুমার-ও এই ছবির প্রতি আগ্রহ দেখিয়েছিলেন।
তাঁর কথায়,“অভিনেতারা কেবল সেই ছবিই করতে চান, যা বক্স অফিসে চলবে। সত্যি বলার মতো ছবি যারা করতে চায়, এমন অভিনেতা খুব কম।”
নতুন ছবির মাধ্যমে পাল্টে দিতে চান বলিউডের ‘চেনা গেমপ্ল্যান’। এবার যেন মেরুদণ্ড সোজা করে লড়ার মুডে অমিত। বললেন, “যারা সত্যের কথা বলতে ভয় পান, তারা নেই আমার ছবিতে। আমি তাদের নিয়েই কাজ করব, যারা সমাজের বাস্তব মুখ নিয়ে কাজ করতে আগ্রহী।”
তাঁর পরিচালিত শেষ ছবি ‘ওএমজি ২’—বক্স অফিসে দারুণ সফল। ২০২৩ সালে ‘ওএমজি ২’ মুক্তি পায় ‘গদর ২’-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায়। তবুও পঙ্কজ ত্রিপাঠী এবং অক্ষয় কুমার অভিনীত এই সমাজমুখী ছবিটি ভাল-ই ব্যবসা করেছিল।ছত্রপতি শিবাজী মহারাজের মতো এক ঐতিহাসিক মহানায়ককে নিয়ে তৈরি বায়োপিক যদি বলিউডের রাজনীতি, প্রভাব ও “কমার্শিয়াল ভাবনা”-র কবলে পড়ে থেমে যায়, তবে সত্যিই প্রশ্ন উঠে যায়— তাহলে দোষটা কার?
অমিত রাইয়ের বক্তব্য, এই অভিজ্ঞতা তাঁকে পিছিয়ে দেয়নি, বরং শিখিয়েছে—নিজের গল্প, নিজের লড়াই, নিজের পথেই এগোতে হবে।
প্রসঙ্গত, ২০২৩-এ ওয়েব সিরিজের জগতে পা রেখেই বাজিমাৎ করেছিলেন শাহিদ কাপুর। রাজ ও ডিকে পরিচালিত ‘ফর্জি’-তে তাঁর দুর্ধর্ষ পারফরম্যান্স আর গল্পে একের পর এক মোচড়ে মুগ্ধ হয়েছিল দর্শক। কাহিনির শেষে যেভাবে এক দমবন্ধ ক্লিফহ্যাংগারে থেমে গিয়েছিল সিরিজ, তাতে ভক্তদের একটাই প্রশ্ন ছিল—‘ফর্জি ২ কবে আসবে?’
এবার সেই প্রশ্নের উত্তর মিলল এক্সক্লুসিভলি পিংকভিলা-র সূত্রে। জানা যাচ্ছে, বহু প্রতীক্ষিত ‘ফর্জি ২’ শুটিং ফ্লোরে যাচ্ছে ২০২৫-র ডিসেম্বরে!
ঘনিষ্ঠ সূত্রের খবর, বর্তমানে রাজ ও ডিকে ব্যস্ত আছেন তাঁদের আরেক প্রজেক্ট ‘রক্ত ব্রহ্মাণ্ড’-এর কাজে। সেই কাজ মিটলেই তাঁরা পুরোপুরি মন দেবেন ‘ফর্জি ২’-এর প্রি-প্রোডাকশনে।শাহিদের সঙ্গে সিক্যুয়েলের কাহিনি ও চরিত্রের গতিপথ নিয়ে একাধিক মিটিং করেছেন রাজ-ডিকে। এই দ্বিতীয় সিজনে শাহিদের মুখোমুখি হবেন বিজয় সেতুপতি আর কেকে মেনন—যা নিঃসন্দেহে আরও টানটান উত্তেজনা তৈরি করবে, জানিয়েছে সূত্র।এদিকে ‘ফর্জি ২’-এর আগে শাহিদ কাপুর শেষ করবেন দীনেশ ভিজান প্রযোজিত ‘ককটেল ২’-এর শুটিং।
