সম্পত্তির পরিমাণের নিরিখেও শাহরুখ খান এবার সত্যিই ‘বাদশাহ’। ‘এম৩এম হুরান ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’-এর তালিকা অনুযায়ী শাহরুখ ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসাবে স্থান পেয়েছেন! শাহরুখ খানের সম্পত্তির পরিমাণ ১২,৪৯০ কোটি টাকা! 

 

 নিজস্ব প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট-এর সঙ্গে নানান ব্যবসায় বিনিয়োগ রয়েছে শাহরুখ ও তাঁর পরিবারের— আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স-এর মালিকানা থেকে শুরু করে মদের সংস্থা বড়সড় শেয়ার।বেশ কিছু বিজ্ঞাপন ও ব্র্যান্ডের প্রচারের মাধ্যমেও আয় করেন তিনি।

 

ভারতীয় ধনী অভিনেতাদের এই তালিকায় শাহরুখের সহ-অভিনেত্রী তথা ব্যবসায়ী সঙ্গী— জুহি চাওলা রয়েছেন দ্বিতীয় স্থানে। শাহরুখের বহু ছবির সহ-অভিনেত্রী এবং কেকেআরের সহ-মালিক জুহি চাওলা-র সম্পত্তি দাঁড়িয়েছে ৭,৭৯০ কোটি টাকা। 

 

তৃতীয় স্থানে আছেন হৃতিক রোশন— ছবির পারিশ্রমিক, বিভিন্ন ব্র্যান্ডের প্রচার ও তাঁর ফিটনেস ও লাইফস্টাইল ব্র্যান্ড এইচ আরএক্স-এর জোরে ২,১৬০ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি।

 

চতুর্থ স্থানে করণ জোহর— তাঁর প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনস-এর সাফল্যে তাঁর সম্পত্তি ছুঁয়েছে ১,৮৮০ কোটি টাকা।

 

আর পঞ্চম স্থান দখল করেছেন অমিতাভ বচ্চন ও তাঁর পরিবার, সম্পত্তির পরিমাণ মোট ১,৬৩০ কোটি টাকা। জানা যাচ্ছে, একাধিক জায়গায় বিনিয়োগই তাঁকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে।

 

 

 রেড চিলিজ প্রসঙ্গত, এন্টারটেইনমেন্ট সংস্থাই'বাদশা'র আসল শক্তি! শাহরুখের ধনসম্পদের মূল উৎস তাঁর প্রযোজনা সংস্থা এই রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ২০০২ সালে গড়ে ওঠা এই সংস্থা উপহার দিয়েছে একের পর এক হিট প্রজেক্ট— 'ওম শান্তি ওম', 'হ্যাপি নিউ ইয়ার', 'জওয়ান' থেকে শুরু করে সাম্প্রতিক সিরিজ 'দ্য ব্যাডস অফ বলিউড', যেটি পরিচালনা করেছেন তাঁর ছেলে আরিয়ান খান।

 

 

ভারতের সম্পদ মানচিত্রে উত্থানের দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

 

‘এম৩এম হুরান ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’-এর রিপোর্টে জানানো হয়েছে—

 

ভারতের ধনীতমদের সম্মিলিত সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১৬৭ লক্ষ কোটি টাকা।এবার ১,০৪৪ জন ধনী বেড়েছেন, আর কমেছেন ৬৪৩ জন।

 

গত ৫ বছরে দেশের বিলিয়নিয়ারের সংখ্যা ২০০ থেকে বেড়ে ৩৫৮ হয়েছে— এঁদের সম্পদ মিলিয়ে ভারতের জিডিপির প্রায় অর্ধেক।