সংবাদসংস্থা মুম্বই: পরিচালক তুষার হীরানন্দানির ছবি 'শ্রীকান্ত'-এর মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার রাও। ছবিতে এক বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা শরদ কেলকারকে। এই ছবির জন্য কত পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেতা? সম্প্রতি তা জানালেন নিজের মুখেই।


মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে শরদ বলেন, "তুষার শুধু এই ছবির পরিচালক নয়। আমার খুব কাছের বন্ধু। চিত্রনাট্য নিয়ে যখন আমার কাছে আসে, শুরুতেই বলে, আমায় ধার্য পারিশ্রমিক সে দিতে পারবে না। কারণ, এই ছবির জন্য বেশি বাজেট তার নেই। এই কথা শুনে আমি তাকে বলি, পারিশ্রমিকের কোনও প্রয়োজন নেই। চিত্রনাট্য শুনে এত খুশি হয়েছিলাম যে, এক কথায় রাজি হয়ে যাই।"

শরদ আরও বলেন, "এরকম একটা ছবি, এমন একজনের গল্পে যে আমায় নির্বাচন করা হয়ে, এর জন্য নিজেকে কৃতজ্ঞ মনে করি। কিন্তু আমি পারিশ্রমিক নিয়ে না চাইলেও তুষার আমায় একশো এক টাকা দিয়েছিল। তাই 'শ্রীকান্ত' আমার কাছে সারাজীবন খুব স্মরণীয় একটি কাজ হয়ে থাকবে।"


বাস্তবে শ্রীকান্ত বোল্লা হলেন একজন ভারতীয় উদ্যোগপতি। তিনি বোলান্ট ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা। তিনি ১৯৯২ সালে জন্মগ্রহণ করেছেন। কৃষক পরিবারে জন্মান্ধ হয়ে জন্মিয়েও সমস্ত প্রতিকূলতাকে জয় করেছেন তিনি। তৈরি করেছেন তাঁর এই বিরাট সাম্রাজ্য। তাঁর এই সংস্থা পরিবেশবান্ধব জিনিস উৎপাদন করে থাকে। একই সঙ্গে বিভিন্ন রকমের বিশেষ ভাবে সক্ষম মানুষদের সাহায্য করে থাকে। তাঁর বাস্তব জীবনের নানা ওঠা পড়ার গল্প এই ছবির মাধ্যমে ফুটে উঠেছে পর্দায়। রাজকুমার রাও ও শরদ কেলকার ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জ্যোতিকা ও আলায়া এফ।