সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


সারার চোখে সেরা দম্পতি কারা?

মুম্বইয়ে 'মেট্রো ইন দিনো' ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে, সারা আলি খানকে সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয় 'বলিউডে তাঁর প্রিয় দম্পতি কারা? যাঁরা বিবাহিত এবং সফল? এই প্রশ্ন শুনে, সারা প্রথমে এমন ভাবে প্রতিক্রিয়া জানালেন যে তিনি কিছুই বুঝতে পারলেন না। এরপরে, যখন সারা বুঝতে পারলেন, তিনি বললেন- 'আমার বাবা এবং করিনা'। অর্থাৎ তাঁর চোখে সইফ এবং করিনা প্রিয় বিবাহিত দম্পতি। যদিও অভিনেত্রীর এই জবাব সামনে আসতেই নেটিজেনদের কটাক্ষের শিকার তিনি।


হবু মা কিয়ারাকে উপহার আলিয়ার

 

সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বহু বছর আগে প্রেম ভেঙেছে আলিয়া ভাটের। এখন দু'জনেই নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন। এবার প্রাক্তনের হবু সন্তানের জন্য উপহার পাঠালেন আলিয়া। বাচ্চাদের পোশাক বিপননী সংস্থা 'এড মাম্মা'র মালকিন আলিয়া ভাট। সেই প্রেক্ষিতেই বলিউডের সমস্ত হবু মায়েদের সন্তানের জন্য আগাম উপহার পাঠান অভিনেত্রী। বাদ পড়লেন না সিদ্ধার্থের স্ত্রী কিয়ারাও। উপহার সমেত এক মিষ্টি বার্তাও লিখেছেন তিনি। সেই চিঠিতে লেখা- "প্রিয় কিয়ারা, নতুন এই জার্নিতে তোমাকে অসংখ্য শুভেচ্ছা আর আলিঙ্গন। বেশ কিছু আরামদায়ক উপহার একসঙ্গে পাঠালাম। নিজের যত্ন নিও। যতটা পারো বিশ্রাম নাও।" পালটা আলিয়ার পাঠানো উপহারের ছবি সমাজমাধ্যমে ভাগ করে ধন্যবাদ জানিয়েছেন কিয়ারা আদবানিও। 

 

কবে আসছে 'রাজনীতি ২'? 

অজয় দেবগণ, রণবীর কাপুর, মনোজ বাজপেয়ী, ক্যাটরিনা কইফ অভিনীত ‘রাজনীতি’ মুক্তি পেয়েছিল ২০১০ সালের ৪ জুন। ছবি‌ মুক্তির ১৫ বছর পর পরিচালক রাজনীতি দ্বিতীয় পর্ব মুক্তি নিয়ে মুখ খুললেন। এই ছবির দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক প্রকাশ ঝা এক সাক্ষাৎকারে বলেন, "রাজনীতির যাত্রা তো অনন্তকালের, এটা চলতেই থাকবে। 'রাজনীতি ২'-র জন্য একটি পরিকল্পনা ছিল প্রথম থেকেই। যদিও অভিনেতাদের নিয়ে এখনও চিন্তা-ভাবনা হয়নি, তবে খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব আসবে।"