সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


মৃত্যুর আঁচ আগেই পেয়েছিলেন সঞ্জয়?


ইংল্যান্ডে পোলো খেলছিলেন তিনি ৷ সেই সময় একটি মৌমাছি তার মুখে কোনওভাবে ঢুকে পড়েছিল ৷ এরপরেই সঞ্জয়ের শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয় ৷ তিনি হৃদরোগে আক্রান্ত হন।
তিনি এর কিছুক্ষণ আগেই আমদাবাদ ফ্লাইট দুর্ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় কাপুর লিখেছিলেন, 'ভয়াবহ খবর! দুর্ভাগ্যজনক ভাবে এয়ার ইন্ডিয়ার বিমান আমদাবাদে ভেঙে পড়েছে। যে সমস্ত পরিবার এই ঘটনায় তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের জন্য কেবল প্রার্থনা। এই কঠিন সময়ে, তাঁরা যেন শক্ত থাকেন।' এর কয়েকটি দিন আগে, সোশ্যাল মিডিয়ায় জীবন বোধ সম্পর্কে একটি পোস্ট করেছিলেন সঞ্জয়। তিনি লিখেছিলেন, 'পৃথিবীতে তোমার সময় সীমিত। কেন হল এই প্রশ্ন না রেখে, যদি এমন হত, এই প্রশ্ন রেখে যাও।'


নাম পরিবর্তন করলেন আলিয়া!


কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরে আসার পর আলিয়া একটি ভ্লগ শেয়ার করেছেন যেখানে কান চলচ্চিত্র উৎসবের ছোট ছোট মুহূর্ত তুলে ধরতে দেখা যায় তাঁকে। একের পর এক পোশাক পরিবর্তন থেকে শুরু করে ছোট ছোট মজাদার মুহূর্ত তিনি তুলে ধরেছেন একটি ভিডিওর মাধ্যমে। এই ভিডিওর একটি ছোট্ট অংশ থেকেই জানা গিয়েছে আলিয়ার নতুন পরিচয়ের কথা। তিনি নিজেকে আলিয়া কাপুর বলেই পরিচয় দিয়েছেন। তবে সমাজমাধ্যমে এখনও পর্যন্ত তিনি ভাট পদবী রেখেছেন।


সার্জারিতে বদলেছে অনন্যার গড়ন?

 

অভিনয় নিয়ে বরাবরই কটাক্ষের শিকার হন অনন্যা পাণ্ডে। ছোটবেলায় চেহারা নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।‌ তবে এবার অনন্যার নতুন পোস্ট দেখে নেটিজেনদের মনে হয়েছে স্বাভাবিকের তুলনায় অনেকেটাই ফুলে গিয়েছে অনন্যার ঠোঁট। শুধু তাই নয় অভিনেত্রীর গালও উঁচু হয়ে গিয়েছে। যখন বলিউডে আত্মপ্রকাশ করেন সেই সময় অনন্যা ছিলেন বেশ রোগা। যার ফলে গালদু’টি খানিক ভাঙাই ছিল। হঠাৎ তাঁর এমন ভরাট মুখ দেখ বিস্ময় ঠেকছে অনেকেরই।