টাইগার শ্রফ মানেই জমাটি অ্যাকশন, উপরন্তু তাঁর ‘রনি’ অবতার বলিউড ভক্তদের কাছে দারুণ জনপ্রিয়। সেই রনিই এবার ফিরছে বড়পর্দায়। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘বাঘি ৪’-এর প্রথম লুক পোস্টার প্রকাশের পর থেকেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে। আর এবার এল বড় খবর—ট্রেলারের বিশেষ ঝলক প্রথমবার দেখা যাবে সরাসরি বিগ বসের মঞ্চে!
খবর, আগামী ৩০ আগস্ট ট্রেলার মুক্তি পাবে। তবে তার আগের দিন অর্থাৎ ২৯ আগস্ট, শুট হবে বিগ বস-এর সেটে। জানা গিয়েছে, সলমন খানের সামনেই ট্রেলার উন্মোচিত হবে, আর সেই সঙ্গে হাজির থাকবেন টাইগার শ্রফ, হরনাজ সাঁধু এবং সোনম বাজওয়া। এই প্রথমবার, যখন কোনও ছবির ট্রেলার সরাসরি বিগ বস হাউসে প্রিভিউ করা হচ্ছে। তাই ভক্তদের উত্তেজনা দ্বিগুণ।
সূত্র মারফত আরও জানা গিয়েছে, ‘বাঘি ৪’-এর ট্রেলার এবার খুলে দেবে গল্পের আসল নির্যাসের আভাস—যেখানে মুখোমুখি হবেন টাইগার শ্রফ এবং সঞ্জয় দত্ত। আগের তিনটি ছবির তুলনায় এবারের মোচড় আরও বড়, কারণ পরিচালক কে হর্ষা একেবারেই নির্ভীকভাবে বানিয়েছেন ওয়েস্টার্ন স্টাইলে। অর্থাৎ, কোনওরকম ছাড় না দিয়ে নির্মিত হয়েছে টানটান, রক্তগরম করা অ্যাকশন। ছবিতে টাইগারের বিপরীতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন হরনাজ সাঁধু এবং সোনম বাজওয়া।
টাইগারের কেরিয়ার গ্রাফও এখন মন্দ নয় । ‘বাঘি ৪’-এর পাশাপাশি তাঁর হাতে আছে আরও দু’টি বড় ছবি—মুরাদ খেতানি প্রযোজিত, সচিন রবি পরিচালিত একটি হাই-কনসেপ্ট অ্যাকশন ফিল্ম এবং করণ জোহর প্রযোজিত রাজ মেহতা পরিচালিত ‘লগ যা গলে’।
অন্যদিকে, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ঝুলিতেও বড় বাজি। ডিসেম্বরেই মুক্তি পাবে শাহিদ কাপুর–বিশাল ভরদ্বাজ জুটি বেঁধে তৈরি তাঁদের নতুন ছবি।সব মিলিয়ে, ‘বাঘি ৪’-এর বিগ বস ট্রেলার লঞ্চ বলিউডে একেবারেই নজিরবিহীন পদক্ষেপ। আর টাইগার-সঞ্জয়ের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসেই দর্শকরা এখন গুনছে দিন।
অন্যদিকে, ‘বিগ বস’ মানেই চমক। বছরের পর বছর ধরে ভারতীয় টেলিভিশনের এই রিয়্যালিটি শো দর্শকদের দিয়েছে একের পর এক অবিশ্বাস্য মুহূর্ত। কিন্তু এবারের সিজন প্রিমিয়ারের আগেই গুঞ্জনের ঝড় এমন জায়গায় পৌঁছেছে, যা কেউ কল্পনাও করেনি। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে—ডব্লিউডব্লিউই-এর কিংবদন্তি কুস্তিগীর আন্ডারটেকার আর বিশ্বখ্যাত মার্কিন বক্সিং আইকন মাইক টাইসন নাকি ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে যোগ দিতে চলেছেন ‘বিগ বস ১৯’–এ!
প্রথমে একটি ডিসকর্ড সার্ভারে ছড়িয়ে পড়ে খবর, আন্ডারটেকারকে নাকি দেখা যাবে বিগ বস–এর ঘরে। এরপর থেকেই গুজব আরও পাক খেতে থাকে। এবার নাম জড়িয়েছে মাইক টাইসনেরও। যদিও অনেকসময়ই বিগ বস শুরু হওয়ার আগে এমন অজস্র নাম ভেসে ওঠে, যার অধিকাংশই পরবর্তীতে ভুয়ো প্রমাণিত হয়। তবুও দর্শকরা যে এই ধরনের গুঞ্জনকে ঘিরে শিহরণে ভুগছেন, তা বলাই বাহুল্য। জানিয়ে রাখা ভাল, এর আগে বিগ বস-এর ঘরে হাজির হয়েছিলেন ডব্লিউডব্লিউই-এরআরও এক বিখ্যাত কুস্তীগির –দ্য গ্রেট খালি!
