সংবাদ সংস্থা মুম্বই: একদিকে সলমন খানের উপর একের পর এক মৃত্যুর হুমকি, অন্যদিকে মুম্বইয়ে আমির খানের নতুন ছবি সিতারে জমিন পর-এর ঝকঝকে প্রিমিয়ার। এই দুই ঘটনাই মিলে গেল বৃহস্পতিবার রাতে, আর তার মাঝেই ঘটল এক অভাবনীয় কাণ্ড—যার কেন্দ্রে আমির-পুত্র জুনেইদ খান!

 

সলমন খানের নিরাপত্তা এই মুহূর্তে যে স্তরে রয়েছে, তা বলিউডের আর কোনও তারকার কপালেও নেই। সম্প্রতি পাওয়া একাধিক হুমকির কারণে তাঁর চারপাশে প্রহরীদের বর্মচক্র। তেমনই সুরক্ষাবলয়ের মধ্যে বৃহস্পতিবার তিনি পৌঁছেছিলেন ‘বন্ধু’ আমিরের ছবির স্ক্রিনিং-এ। সেখানে জনতার ভিড়, সংবাদমাধ্যমের হুড়োহুড়ি আর ফ্ল্যাশলাইটের ঝলকের সঙ্গে চলছিল একরাশ হুল্লোড়। এরই মাঝে ঘটে যায় সেই বিতর্কিত মুহূর্ত।

 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, সলমন ভিড়ের মধ্যে দিয়ে এগোচ্ছেন। তাঁকে ঘিরে রয়েছেন একাধিক বডিগার্ড। সেই সময়েই আমির খানের বড় ছেলে তথা অভিনেতা জুনেইদ সলমনের দিকে এগোতে চান। সলমনের সঙ্গে একটু দেখা করার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু তাঁর সেই চেষ্টায় একেবারে জল ঢেলে দেয় টাইগার এর নিরাপত্তা বাহিনী।

 

ভিডিওয় স্পষ্ট দেখা যাচ্ছে, জুনেইদ সামনে আসতেই এক নিরাপত্তাকর্মী তাঁকে ধাক্কা মেরে সরিয়ে দেন। এমনকী, এও দেখা যাচ্ছে জুনেইদ কিছু বলতে চাইছেন কিন্তু আমির-পুত্রকে কোনওরকম পাত্তা না দিয়ে তাঁকে ঠেলে দূরে সরিয়ে দেন তাঁরা। পুরো ঘটনাটা ঘটল সলমনের চোখের সামনেই, অথচ ভাইজান পুরোপুরি নির্বিকার! একেবারে ‘স্টার-মোড’ অন রেখে তিনি শুধু নিজের পথে এগিয়ে যেতে থাকেন, যেন কিছুই টের পাননি।

 

প্রসঙ্গত, আমির খানের ছেলে জুনেইদ ২০২৪ সালে ওটিটিতে মুক্তি পাওয়া ছবি মহারাজ-এর মাধ্যমে অভিনয়ে পা রাখেন। প্রশংসাও পান। এরপর মুক্তি পায় তাঁর রোমান্টিক-কমেডি ছবি লভেয়াপ্পা, যেখানে তাঁর বিপরীতে ছিলেন খুশি কাপুর। তবে সিনেমাটি দর্শকের মনে দাগ কাটতে পারেনি—বিশ্বজুড়ে বক্স অফিস সংগ্রহ মাত্র ৮.৮৫ কোটি টাকা। এদিকে আমিরের নতুন ছবি সিতারে জমিন পর—যা তাঁরই ২০০৭ সালের মাইলস্টোন ফিল্ম তারে জমিন পর-এর স্পিরিচুয়াল সিক্যুয়েল—২০ জুন মুক্তি পেয়েছে। ছবিতে আমিরের সঙ্গে রয়েছেন জেনেলিয়া ডি’সুজাও।

 

শেষমেশ, বলিউডের এক প্রজন্মের পোস্টারবয় যখন আরেক প্রজন্মের তারকাপুত্রকে চিনতেই পারলেন না কি চিনেও চুপ রইলেন? সেই মুহূর্তের ভিডিও, ছবি-ই এখন ভাইরাল! সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা—“জুনেইদকে চেনেন না সলমন না কি চেনার সময় নেই?”