সংবাদ সংস্থা মুম্বই: একটা কনসার্টের ভিডিও ঘিরে ফের সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলের মুখে পড়েছেন সলমন খান। মঞ্চে নাচার সময় আচমকাই উঠে যায় তাঁর টি-শার্ট, আর সবার নজর আটকে যায় তাঁর পেটের দিকে! কারণ জামা ঠেলে উঠে যাওয়ার কারণ বড়সড় ভুঁড়ি! এই সামান্য মুহূর্তই ভাইরাল, আর তাতেই শুরু কটাক্ষ, ব্যঙ্গ, আর অনবরত ট্রোল। তবে পালটা জবাবে মাঠে নেমেছেন সালমান ভক্তরা— বলছেন, “ভাই তো ৬০ বছরের, ছাড় দিন!”
ভিডিওটি সলমনের ভ্যাঙ্কুভারের একটি কনসার্টের বলে মনে করা হচ্ছে, যেখানে তিনি ‘টাইগার থ্রি’-র হিট গান ‘লেকে প্রভু কা নাম’–এ তুমুল এনার্জিতে পারফর্ম করতে দেখা যাচ্ছে ভাইজান কে। কালো টি-শার্ট, কালো প্যান্ট, তার উপর ব্ল্যাক-সিলভার জ্যাকেটে সাজানো ভাইয়ের লুক, সঙ্গে অসাধারণ ব্যাকআপ ডান্সারদের দল। কিন্তু নাচের মাঝেই যখন সলমনের শার্ট একটু ওপরে উঠে যায় আর দেখা যায় বেল্ট ঠেলে বেরিয়ে আসছে তাঁর ভুঁড়ি — ব্যস! তখনই কোমর বেঁধে মাঠে নেমে পড়েন শুরু ট্রোলাররা।
কেউ বলছেন, “এই শরীর নিয়ে মঞ্চে ওঠার সাহস!” তো কেউ লিখেছেন, “একটা সময়ে ফিটনেস আইকন ছিলেন, এখন দেখুন অবস্থা!” কিন্তু এইসব ট্রোলের জবাব দিতে এবার সামনে এগিয়ে এলেন সলমন ফ্যানরা। একজন ফ্যান লিখেছেন, “ভাইয়ের বয়স ৬০-এর কাছাকাছি, একটু পেট বাড়তেই পারে। তাতেই এত কান্নাকাটি কেন?” আরেকজন যোগ করেছেন, “সলমন তো সেই মানুষ যিনি ভারতে বডি বিল্ডিং ট্রেন্ড চালু করেছিলেন, আজ একটু ওজন বাড়লেই ট্রোল! এত দু'মুখো কথাবার্তা, এত ভণ্ডামি কেন?”
আরও একজন লিখেছেন, “ভাই সলমন তো একজন মানুষ, রোবট তো নয়। ২০ বছর বয়সীদের মত নাচার আশা করছ কেন ওঁর থেকে?” কেউ আবার মনে করিয়ে দিচ্ছেন, “যিনি এত বছর সুপারফিট ছিলেন, এবার একটু খেয়ে-পরে মজা নিক। ওঁর কেরিয়ার, শরীর— সব কিছুর জন্য উনি বহু কিছু অর্জন করেছেন।”
কেউ বলছেন, “৫৯ বছর বয়সে এত এনার্জি থাকা সোজা কথা নয়।” আবার একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী খানিক তাচ্ছিল্যের সুরে ট্রোলারদের বলছেন, “তোমার বাবাকেও একবার দেখে নাও, ওঁর সঙ্গে তুলনা করে দেখো সলমন কতটা ফিট।” এক ফ্যান স্পষ্ট বলেই দিলেন, “এটাই তো একটা প্রাকৃতিক ব্যাপার... শরীরের বার্ধক্য। এত বছর পরও ওঁর মাংসপেশি আছে, এটাই বা কম কী?”
অবশ্য এই বিতর্কের মাঝেই অনেকেই খোঁচা দিতে ভোলেননি সালমানের সাম্প্রতিক ছবি ‘সিকান্দর’-এর বক্স অফিস ব্যর্থতা নিয়েও। ২০২৩-এর পর সিকান্দার-এর মাধ্যমে রূপোলি পর্দায় ফেরেন ভাই, কিন্তু দুর্বল চিত্রনাট্য আর ফিকে গল্পের কারণে মন কাড়তে পারেননি দর্শকদের।
তবু ‘ভাই’-এর ভক্তরা জানিয়ে দিচ্ছেন— বড় পেট হোক বা বড়পর্দা, সলমন ভাইয়ের জন্য ভালবাসা অটুট থাকবেই!
