নিজস্ব সংবাদদাতা: বলিউডে রগচটা বলে পরিচিত সলমন খান। মাঝেমধ্যেই রাগের বশে এমন কিছু করে বসেন 'ভাইজান' যে তা নিয়ে চর্চার শেষ থাকে না। একবার নাকি মত্ত অবস্থায় এক পরিচালকের উপর চড়াও হয়েছিলেন সলমন।
এতটাই অশান্তি হয়েছিল যে সলমন সেই পরিচালককে নাকি চড়ও মেরেছিলেন। তবে, পরের দিনই সলমনকে তাঁর কাছে ক্ষমা চাইতে হয়। সলমনের অবশ্য অভিযোগ ছিল, তাঁর সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছিলেন ওই পরিচালক। তিনি সলমনের জুতোয় প্রস্রাব করে দিয়েছিলেন বলেও অভিযোগ করেছিলেন ভাইজান।
পরিচালক সুভাষ ঘাই-এর সঙ্গে এই ঘটনা ঘটিয়েছিলেন 'ভাইজান'। শোনা যায়, একটি পার্টিতে সুভাষ ঘাই তাঁকে চামচ ছুড়ে মেরেছিলেন। সঙ্গে প্লেটও ভেঙেছিলেন তাঁর গায়ে। এবং সলমনের জুতোয় নাকি প্রস্রাবও করে দেন পরিচালক। তারপর আর রাগ সামলাতে পারেননি সলমন। মত্ত অবস্থায় সুভাষকে কষিয়ে এক চড় মারেন তিনি।
আবারও এও জানা যায়, সলমন ও সুভাষের মধ্যে ঝগড়ার অবসান ঘটে সেলিম খানের মধ্যস্থতায়।এক সাক্ষাৎকারে সেলিম বলেন, "সলমন ও সুভাষের ঝগড়ার পরের দিন সকালে আমি চা খাচ্ছি। তখন আমার কাছে এসে আগের রাতের ঘটনাটি জানায় সলমন। সবটা শুনে ওকে বলি সুভাষ ঘাইয়ের কাছে ফোন করে ক্ষমা চাইতে। সেটাই করে ও। পরে ওদের মধ্যে আলোচনার মাধ্যমে সবটা মিটমাট হয়ে যায়।"
