সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে সলমন খানের সময়ানুবর্তিতা নিয়ে বরাবরই নানান গুঞ্জন শোনা যায়। সলমন নাকি শুটিং ফ্লোরে দেরি করে আসেন, কাজকে খুব একটা গুরুত্ব দেন না—এমন অভিযোগ বহুদিনের। কিন্তু এবার নিজেই মুখ খুললেন টাইগার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলে দিলেন, “আমি যদি সত্যিই এতটাই অপেশাদার হতাম, তাহলে কীভাবে ১০০-এর বেশি ছবি করে ফেললাম?”
সলমন খোলাখুলিই জানালেন যে তিনি ভোরবেলায় শুটিং শুরু করেন না- “অনেকের কাজ শুরু হয় সকাল ৬টায়, আমার শুরু হয় ১১:৩০-১২টায়। কারণ এর আগে আমি প্রচুর জরুরি কাজ সারি—বিভিন্ন বিষয়ে সইসাবুদ করা, ফোন করা, শরীরচর্চা করা।” তিনি আরও জানান, ক্যামেরার সামনে আসার আগে তিনি কিছু সময় নিজের জন্য রাখেন—এক কাপ কফি, একটু বিশ্রাম, আর চিত্রনাট্য আত্মস্থ করার জন্য কিছুক্ষণ। তবে একবার সেটে ঢুকে পড়লে পুরোপুরি কাজেই ডুবে যান। 'দবাং' নায়কের কথায়, “আমি অন্যদের মতো ভ্যানিটি ভ্যানে বসে থাকি না, গোটা শুটিং ফ্লোরেই সারাক্ষণ থাকি।”
‘সিকান্দর’-এর নায়িকা রশ্মিকা মন্দনা সলমনের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, “শুটিংয়ের আগে আমি ওঁকে নিয়ে নানান কথা শুনেছিলাম। কিন্তু কাজ করার পর বুঝলাম, বাস্তবটা একেবারেই আলাদা। সলমন স্যর প্রতিদিন সেটে থাকেন, নিজের দৃশ্য নিয়ে সিরিয়াস থাকেন। মানুষ ওঁর কাজের ধরণ নিয়ে এত কথা বলে কেন, বুঝতে পারি না!”
সলমন নিজেও স্বীকার করেছেন যে তাঁর সহজ-স্বাভাবিক কাজের ধরন অনেকের চোখে ভুল বার্তা দেয়। "আমার বন্ধুরা বলে, আমি খুব কুল। কিন্তু এর মানে এই নয় যে আমি পরিশ্রম করি না। আসল কাজটা তো হয় পর্দার আড়ালে”—বক্তব্য সলমনের।
বলাই বাহুল্য, এবার সলমনের এই বক্তব্যের পর তাঁর কাজের নীতির বিষয়ে আর প্রশ্ন তোলার সুযোগ খুব কমই থাকল!
