সইফ আলি খান ও করিনা কাপুর খানের ১৩তম বিবাহবার্ষিকী। বিশেষ দিনে সইফের বোন সাবা পটৌদি সোশ্যাল মিডিয়ায় এক আন্তরিক শুভেচ্ছাবার্তা শেয়ার করেন। তবে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেন যে, করিনা কখনও সাবাকে গুরুত্ব দেন না এবং সব মনোযোগ কেবল সোহা আলি খানের প্রতিই দেন। তবুও সাবা নিয়মিত করিনার প্রশংসা করে যান। এই মন্তব্য নজরে আসতেই সাবা শান্ত কিন্তু দৃঢ় জবাব দেন।

ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছিলেন, 'ভাবিজান আপনাকে তেমন পাত্তা দেন না, কখনও আপনার পোস্টে লাইকও করেন না। সব কিছু সোহার জন্যই করেন, আর আপনি তার প্রশংসায় মশগুল থাকেন।'

এর জবাবে সাবা লেখেন, 'অন্যদের খুশি করা আমার নিজেরও খুশি দেয়। আপনি কী করেন সেটাই গুরুত্বপূর্ণ, অন্যরা কী করে তা তাদের নিজের পছন্দ।'

এর আগে সাবা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সইফ ও করিনার কিছু অদেখা ছবি শেয়ার করে লেখেন, 'অ্যানিভার্সারি স্পেশ্যাল। ভাই ও ভাবিজানকে জানাই শুভেচ্ছা। এই ছবিগুলো তুলেছিলাম তখন, যখন তোমরা একে অপরকে ডেট করতে—আর এখনকার ছবিগুলোতেও সময় যেন থেমে আছে। তোমাদের দু’জনের মধ্যে এখনও সেই বিশেষ রসায়ন ও আবেগ বিদ্যমান। একজন (ভাই) মাঝে মাঝে অন্যজনকে পাগল করে তোলে, আর অন্যজন (বেবো) অসাধারণ ধৈর্য ধরে রাখে! একসঙ্গে তোমরা সত্যিই অসাধারণ। মাশাআল্লাহ। সেলফি তোলা শেখানো থেকে একসঙ্গে পোজ দেওয়া পর্যন্ত—বেবো, আমি তোমার সোজাসাপ্টা ও বাস্তব মনোভাবের প্রশংসা করি। তুমি সব সময় বাস্তববুদ্ধি সম্পন্ন  থেকেছো। পরিবারে আবারও স্বাগত।

ভাই, তুমি সবসময়ই আমার প্রিয় ভাই থাকবে। তোমাদের দু’জনকে জানাই অসীম শুভেচ্ছা। একে অপরের চোখে তাকিয়ে থেকো, সেই ভালবাসার আলো যেন সবসময় জ্বলতে থাকে, যেমনটা তোমাদের বিয়ের ছবিতেও দেখা যায়। ভালবাসা এবং প্রার্থনা রইল।'

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Saba Pataudi (@sabapataudi)