চলতি বছরের শুরুতেই সইফ আলি খানের মুম্বইয়ের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছিল। এমনকি সেই দুষ্কৃতীর হাতে ছুরি হামলার মুখেও পড়েছিলেন তিনি। ভয়ঙ্কর আহত হয়েছিলেন সইফ। সেই ঘটনার পর থেকেই পতৌদি পরিবারের নিরাপত্তা অনেক গুণ বেড়েছে। আর এবার বোন সোহার মুখে শোনা গেল তাঁর নিজের জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা—যখন মাঝরাতে চোর ঢুকে পড়েছিল তাঁর ঘরে, আর কুণাল খেমু তাকে পাকড়াও করে জেলে পৌঁছে দিয়েছিলেন।


সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে সোহার অকপট স্বীকারোক্তি— “মুম্বইতে আমাদের বাড়িতেই একবার চোর ঢুকেছিল। সেটা ভাইয়ের নয়, আমার নিজের বাড়ি। কুণাল চোরকে ধরে জেলে নিয়ে গিয়েছিল। সেই লোকটা ঢুকে পড়েছিল আমাদের শোবার ঘরে। তখন ভোর চারটে, আমরা দু’জনেই ঘুমোচ্ছিলাম।” তিনি আরও বলেন, “ওই সময় কুণালের হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল। কারণ গো গোয়া গন ছবির শুটিং চলাকালীন ও আঙুলে চোট পেয়েছিল। তো সেই সময়ে ঘরের মধ্যে হঠাৎ শব্দ পেয়ে কুণাল উঠল...আর তারপর পর্দা সরাতেই সামনে দাঁড়িয়েই দেখতে পেল  এক পূর্ণবয়স্ক লোক দাঁড়িয়ে সেখানে। কুণাল সঙ্গে সঙ্গেই দমাদম লাথি মারা শুরু করল, আর দু’জনেই টাল সামলাতে না পেরে বারান্দা থেকে গড়িয়ে পড়ল।”

 
সোহা বলে চলেন— “আমি তৎক্ষণাৎ পুলিশকে ফোন করি। কুণাল যখন ঘরে ফিরল, ও বলল—‘আমার মনে হয় লোকটা মরে গেছে।’ আসলে লোকটা বারান্দা থেকে পড়ে গিয়েছিল। যদিও সে মারা যায়নি, তবে কোমরে আঘাত লেগেছিল এতটাই যে মেঝেতে শুয়ে ছিল।” সেই চোর শেষমেশ পুলিশের হাতে ধরা পড়ে, আর কুণালের উপস্থিত বুদ্ধি রক্ষা করেছিল সোহার বাড়িকে বড় বিপদ থেকে।

২০০৯ সালে ‘ঢুঁঢতে রহ্‌ জাওগে’ ছবির শ্যুটিংয়ের সময় কুণাল-সোহার আলাপ। তাঁদের বন্ধুত্ব থেকে জন্ম নেয় প্রেম। ২০১৪-তে বাগদান, ২০১৫-র ২৫ জানুয়ারিতে বিয়ে সারেন তাঁরা। ২০১৭-তে তাঁদের জীবনে আসে কন্যাসন্তান ইনায়া নওমি খেম্মু।

সোহা আলি খান সর্বশেষ অভিনয় করেছেন হরর ফিল্ম ‘ছোড়ি’তে।  অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে সেই ছবি। ওই ছবিতে যেনুসরত ভারুচা-কে মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল। দর্শকের প্রতিক্রিয়া মিশ্র হলেও সাহসী চরিত্রে নজর কাড়েন সোহা।

এদিকে কুণাল খেমু পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন ‘মাডগাঁও এক্সপ্রেস’ ছবিতে। দিব্যেন্দু, প্রতীক গান্ধী, অবিনাশ তিওয়ারি ও নোরা ফতেহির মতো তারকারা অভিনয় করেছেন ছবিতে। ৩০ কোটির বাজেটে তৈরি এই ছবি ৪৫.৬৬ কোটি টাকার ব্যবসা করেছে। জনতামহলে প্রশংসাও কুড়িয়েছে বিস্তর। 


বর্তমানে এই দম্পতি ডিজিটাল দুনিয়ায় নিজেদের কনটেন্ট জগৎ গড়ে তুলছেন। সোহা শুরু করেছেন পডকাস্ট অল অ্যাবাউট হার। কুণাল চালু করেছেন ইউটিউব চ্যানেল, যেখানে তুলে ধরছেন তাঁর সঙ্গীত যাত্রা।