বলিউডে তৈরি হচ্ছে এক নতুন জুটি। সইফ আলি খান ও পুলকিত সম্রাট এবার একসঙ্গে দেখা যেতে চলেছেন একটি নতুন ছবিতে। ছবিটি পরিচালনা করছেন বিখ্যাত প্রযোজক রমেশ তৌরানির কন্যা স্নেহা তৌরানি, যিনি এবার নিজের নতুন পরিচালনায় দুই প্রজন্মের অভিনেতাকে এক ফ্রেমে আনতে চলেছেন।
জানা গিয়েছে, ছবির শিরোনাম এখনও চূড়ান্ত না হলেও ইতিমধ্যেই হয়ে গিয়েছে মহরৎ শুট, ২৭ অক্টোবর। এটি হবে স্নেহা তৌরানির পরিচালনায় দ্বিতীয় ছবি। প্রযোজনায় রয়েছেন রমেশ তৌরানি, যিনি বলিউডে ‘রেস’ ও ‘রেস ২’-এর মতো হিট ছবি উপহার দিয়েছেন। দুটিতেই মুখ্যভূমিকায় ছিলেন সইফ আলি খান। ফলে এই সহযোগিতা অনেকটা পুরনো সম্পর্কের পুনরায় নতুন অধ্যায়।
স্নেহা তৌরানি এর আগেও বলিউডে সক্রিয় ছিলেন। তিনি কাজ করেছেন একাধিক জনপ্রিয় ছবিতে যেমন ‘আজব প্রেম কি গজব কহানি’ ও ‘ওয়েক আপ সিড’, এবং পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন ‘ভাংড়া পা লে’ (সানি কৌশল ও রুখসার ঢিলোঁ অভিনীত) ছবির মাধ্যমে। এবার তিনি ফিরছেন একদম নতুন ছবির ঘরানা ও নতুন তারকাজুটির সঙ্গে।
অন্যদিকে, পুলকিত সম্রাট এখন নিজের আসন্ন সিনেমা ‘রাহু কেতু’ নিয়ে চর্চায় রয়েছেন। বিপুল ভিগ পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন শালিনী পাণ্ডে ও বরুণ শর্মা।জি স্টুডিওজ প্রযোজিত ছবিটি মুক্তি পাবে আগামী বছর, ২০২৫ সালে। এছাড়া পুলকিতকে দেখা যাবে নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ ‘গ্লোরি’-তে, যেখানে তিনি অভিনয় করছেন এক বক্সারের ভূমিকায়। স্পোর্টস–ক্রাইম থ্রিলার ঘরানার এই সিরিজটি পরিচালনা করছেন করন অঞ্জুমান ও কর্মন্য আহুজা, সহ-অভিনেতা হিসেবে থাকছেন দিব্যেন্দু ও সুবিন্দর ভিকি।
অন্যদিকে, সইফ আলি খানও ব্যস্ত তাঁর আসন্ন বড় প্রোজেক্ট ‘হেওয়ান’ নিয়ে। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন অক্ষয় কুমার ও সায়ামি খের, পরিচালনায় প্রিয়দর্শন। এই ছবিটি বিশেষ কারণ এতেই ১৭ বছর পর ফের একসঙ্গে আসছেন অক্ষয় ও সইফ, শেষবার তাঁদের দেখা গিয়েছিল ‘টশান’ (২০০৮)-এ।
তৌরানি পরিবারের সঙ্গে সইফের দীর্ঘ সম্পর্ক ও পুলকিতের উদীয়মান জনপ্রিয়তা দু’য়ের ককটেলে স্নেহা তৌরানির এই নতুন সিনেমা ইতিমধ্যেই বলিউড মহলে তৈরি করেছে প্রবল কৌতূহল। ছবির নাম এখনও গোপন, কিন্তু মুহুর্ত শুটের পর থেকেই একটাই প্রশ্ন ঘুরছে এই নয়া জুটি বলিউডে কী নতুন ম্যাজিক দেখাতে চলেছে?
