নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে ১৪ অগস্ট ‘রাত দখল’ লড়াইয়ে শামিল হয়েছিল শহর কলকাতা।‌ চুপ থাকেননি টলিপাড়ার তারকারাও। প্রতিবাদে কেউ পথে নেমেছেন। আবার কোনও তারকারা বাড়িতে থেকেই এই লড়াইয়ে শামিল হয়েছেন। তেমন‌ ছবিই দেখা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তর সমাজমাধ্যমের পাতায়।

সেদিন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছিলেন অভিনেত্রী। সেখানে দেখা গিয়েছিল নায়িকার চোখে, মুখে আতঙ্কের ছাপ। চোখ ছলছল। আর শাঁখ বাজাচ্ছেন। শঙ্খধ্বনির মাধ্যমেই প্রতিবাদে সামিল হয়েছিলেন তিনি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই তা নিমেষে ভাইরাল হয়েছে। আর সেইসঙ্গে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। জলশঙ্খ মুখের সামনে ধরে শঙ্খধ্বনি স্পিকারে বাজানোর জন্য তাঁকে হাসির খোরাক করে তুলেছেন নেটিজেনরা। কেউ আবার তাঁর অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন।‌ সমালোচনার পর যদিও নায়িকা নিজের সেই ভিডিয়ো মুছে দিয়েছেন। কিন্তু তারপরেও থামছেনা এই কটাক্ষ।

তেমনই আবার অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও একইভাবে কটাক্ষ চলছে নেট দুনিয়ায়। রচনার কান্নাভেজা চোখে আর জি কর-এর প্রতিবাদে করা ভিডিওটি নিয়েও তাঁকে সমালোচনা করছেন নেটিজেনরা। নেটিজেনদের সমর্থনে এই বিষয়ে মুখ খুলেছেন বহু তারকারাও। কিন্তু এবার উলটো সুর গাইলেন রূপাঞ্জনা মিত্র।

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন,"ঋতুদি আর রচনাদি দু'জনেই আমার খুব কাছের মানুষ। এই ইন্ডাস্ট্রির সিনিয়র। ওঁদের সম্পর্কে এত খারাপ কথা শুনতে ভাল লাগছে না। এইসব দয়া করে এবার বন্ধ করুন।"

প্রসঙ্গত, ১৪ আগস্ট যাদবপুরে প্রতিবাদ মিছিলে স্বামী রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে হেঁটেছিলেন রূপাঞ্জনা।