নিজস্ব সংবাদদাতা: দর্শকের মনোরঞ্জনের জন্য এবার শুধু সিরিজ নয়, রসনাতৃপ্তির এক দারুণ খাজানা তুলে আনছে ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই' ৷ আসছে 'সাইরাইজ ভোজনবিলাসী' ৷ প্রথমবার নন-ফিকশন সিরিজ নিয়ে আসছে জনপ্রিয় এই প্ল্যাটফর্ম ৷

 

 

গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খাবারই হোক আর জমিদার বাড়ির রান্না ভোজনরসিকরা সেরা খাবারের সন্ধান ঠিক পেয়ে যান ৷ সেইরকমই কিছু জানা-অজানা খাবারের সন্ধান দেবেন রেডিও জকি সোমক ৷ সিরিজে মোট পাঁচটি জেলার খাবারের বৈচিত্র ও ইতিহাস তুলে ধরা হবে। তালিকায় রয়েছে বোলপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও কলকাতা ৷

 

শুধু তাই নয়, কবি-লেখক সুকুমার রায়ের আইকনিক চরিত্র 'কুমড়োপটাশ'- থেকে অনুপ্রাণিত হয়ে থাকছে একটি মোবাইল ফুড ট্রাকও ৷ ১৫ মিনিটের পর্বে সোমকের সঙ্গে কখনও দেখা যাবে টলিপাড়ার তারকাদেরও। সৌরভ দাস থেকে শুরু করে উষসী রায়, অঙ্কিতা চট্টোপাধ্যায়, দুর্নিবার সাহা ও অনির্বাণ চক্রবর্তীও থাকবেন সঙ্গে 

 

নতুন এই শো নিয়ে সঞ্চালক সোমক বলেন, "একজন খাদ্যরসিক হিসাবে ভোজনবিলাসী সিরিজে বাংলার প্রতিটি খাবারের ইতিহাস, স্বাদের সন্ধান আমি উপভোগ করছি ৷ ভাল লাগছে প্রতিটি খাবারের ইতিহাস জানতে।" সিরিজের পরিচালক অরিজিৎ শেঠ জানিয়েছেন, বাঙালি খাবারের বৈচিত্রর সঙ্গে ভ্রমণের আনন্দকে মিশিয়ে দেওয়ার লক্ষ্যে শুরু হচ্ছে এই শো৷ প্রতিটি পর্ব বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং নিত্যনতুন স্বাদের মিশেলে জমে উঠবে।