সংবাদসংস্থা মুম্বই: বেশ কিছুদিন ধরেই চর্চায় রণবীর এলাহাবাদিয়া। সময় রায়নার শোয়ে বিতর্কির মন্তব্যের কারণে সমালোচিত হন রণবীর। বিতর্কের মাঝেই ভক্তদের জন্য বড় ঘোষণা তাঁর। তিনি এবং তাঁর টিম নতুন কিছু আনতে চলেছেন বলে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, বিষয়টিকে রণবীর তাঁর 'পুনর্জন্ম' বলেও উল্লেখ করেছেন। একইসঙ্গে বেশ কিছু ছবিও ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে।
একঝাঁক ছবিতে প্রথমেই তাঁর টিমের সদস্যদের দেখা যাচ্ছে একসঙ্গে। দ্বিতীয় ছবিতে, ল্যাপটপ নিয়ে একটি ঘরে চুপচাপ বসে আছেন রণবীর। এরপর পরিবারের মানুষ এবং প্রিয় পোষ্যর সঙ্গে ছবিও ভাগ করেন তিনি। যা দেখে নেটিজেনদের মনে প্রশ্ন, তবে কি নতুন শোয়ের শুটিং চলছে?
সময় রায়নার শো 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট' নিয়ে বিতর্কের পর ১৫ ফেব্রুয়ারি তিনি তাঁর ভক্তদের কাছে ক্ষমা চেয়েও একটি পোস্ট করেছিলেন। তবে এবার সরাসরি নিজের বদলের কথা জানিয়ে দিলেন রণবীর। রণবীরের কথায়, "আমার সকল শুভানুধ্যায়ীদের ধন্যবাদ। আপনাদের ইতিবাচক বার্তাগুলি আমাকে এবং আমার পরিবারকে সাহায্য করেছে। সময়টা খুবই কঠিন ছিল, প্রকাশ্যে হিংসাত্মক হুমকি পেয়েছি, অনলাইনে এত ঘৃণা, দেখেছি, এত কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে সবের মাঝে আপনাদের ভালবাসা অনেক সাহায্য করেছে।"
রণবীর বলেন, "আমি বুঝতে পেরেছি আমার কাঁধে বড় দায়িত্ব রয়েছে। আপনারা সবাই আমাকে আপনাদের পরিবারের একজন সদস্য বলে মনে করেন এটাই বড় দায়িত্ব। আমি পডকাস্ট করতে ভালবাসি, কন্টেন্ট তৈরি করতে ভালবাসি। নিজের দেশের ইতিহাস, সংস্কৃতির উপর ভিত্তি করে কিছু করার চেষ্টা করেছি। আমি আমার দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করি। এখন একটি নতুন গল্প লেখার চেষ্টা করছি। আশা করছি সবাই পাশে থাকবেন।"
