সংবাদ সংস্থা, মুম্বই: তিনি সাধারণত ঠান্ডা মেজাজের। এয়ারপোর্ট হোক কিংবা পার্টি, সাধারণত পাপারাজ্জিদের সঙ্গে তাঁর সুসম্পর্ক নজরে পড়ে। এহেন অভিনেতা রণবীর কাপুর আচমকাই ক্ষেপে লাল। এমনকী এক ছবিশিকারির হাত ধরে টেনে সরিয়েও দেন তিনি। কী এমন হল পর্দার ‘সঞ্জু’-র?
ছবিশিকারিদের দেখলে রণবীরকে বরাবরই শুভেচ্ছা বিনিময় করতে দেখা গিয়েছে। কখনও কখনও মজার ছলে কথাও বলেছেন। কিন্তু সম্প্রতি একেবারে ভিন্ন মেজাজে দেখা গিয়েছে নায়ককে। শাশুড়ি সোনি রাজদানের বার্থডে ডিনারে আলিয়া ভাট এবং তাঁদের পরিবারের সদস্য নীতু কাপুর, মহেশ ভাটকে নিয়ে হাজির হয়েছিলেন রণবীর। সেই পার্টি থেকে বেরতেই কাপুর দম্পতিকে ছেঁকে ধরেন ছবিশিকারিরা। তখনই স্ত্রী আলিয়ার ছবি তুলতেই মেজাজ হারান রণবীর। সমাজমাধ্যমে সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা গিয়েছে আলিয়াকে নিয়ে গাড়িতে উঠতে যাচ্ছেন রণবীর। এক পাপারাৎজি হঠাৎ সামনে এসে পড়তেই বেজায় রেগে যান ‘রকস্টার’! ঝটপট আলিয়াকে গাড়িতে উঠতে বলে, ওই ছবিশিকারির হাত টেনে সরিয়ে দেন তিনি।
এদিকে রণবীরের ভিডিও সামনে আসতেই নেটপাড়ায় নানা মন্তব্য উড়ে এসেছে। কারওর মতে, ‘রণবীর ও আলিয়া কি কোনও কারণে বিরক্ত? এরকম অবস্থা কেন চোখমুখের’! আবার কেউ কেউ জয়া বচ্চনের সঙ্গে তুলনা টেনে বলেছেন, ‘জয়া আন্টির ছোঁয়া লেগেছে দেখছি’, ‘জুনিয়র জয়া আন্টি’। যদিও রণলিয়ার পক্ষ নিয়েও মন্তব্য অনেকে। তাঁদের কথায়, “তারকারাও মানুষ। সবসময়েই তাঁদের পিছু নেওয়া উচিত নয়।”
প্রসঙ্গত, এরপর রণবীরকে দেখা যাবে ‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে। তবে আলিয়া আর রণবীরকে ফের একসঙ্গে বড় পর্দায় দেখার উত্তেজনা রয়েছে সবচেয়ে বেশি। সঞ্জয় লীলা বনসালির আসন্ন ছবি 'লাভ অ্যান্ড ওয়ার'-এ দম্পতি আবারও স্ক্রিনশেয়ার করতে চলেছেন।
