সংবাদসংস্থা মুম্বই: প্রবীণ চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন বহু বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। নায়ক হিসাবে হোক বা পরিচালনা, তিনি বলিউডের সঙ্গে সময় কাটিয়েছেন অনেকটা। সম্প্রতি, সমাজমাধ্যমে নিজের শরীরচর্চার একটি ভিডিও ভাগ করেছেন বর্ষীয়ান অভিনেতা। যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে নেটপাড়ায়। 

 

 

৭৫ বছর বয়সে রাকেশ রোশন যেন 'হাল্ক মোডে' চলে গিয়েছেন। সম্প্রতি তিনি একটি অনুপ্রেরণাদায়ক ওয়ার্কআউট ভিডিও ভাগ করেছেন, যেখানে তাঁকে জিমে বক্সিং এবং ওজন তোলার মতো কঠিন ব্যায়াম করতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, 'এটা শুধু সুস্থ থাকার বিষয় নয়-প্রতিদিন নিজের সেরাটা অনুভব করার বিষয়।'

 


তাঁর এই প্রচেষ্টায় মুগ্ধ হয়ে ছেলে হৃতিক রোশন মন্তব্য করেছেন, "উফফ ড্যাম! খুব ভাল পাপা!" অভিনেতা সুনীল শেঠি, অ্যাকশন কোরিওগ্রাফার শ্যাম কৌশল সহ আরও অনেকে তাঁকে উৎসাহিত করে মন্তব্য করেছেন। এই শরীরচর্চার ভিডিওর মাধ্যমে রাকেশ রোশন যেন আরও একবার প্রমাণ করলেন বয়স শুধু সংখ্যা মাত্র। প্রচেষ্টা আর মনের জোর থাকলেই অসাধ্য সাধন সম্ভব।‌

 


২৫ বছর আগে বাবার হাত ধরেই বি-টাউনে পা রাখেন হৃতিক রোশন৷ বাবা রাকেশ রোশনের পরিচালনায় রাতারাতি খ্যাতির চূড়ায় পৌঁছন হৃতিক৷ অভিনেতার দীর্ঘ কেরিয়ারে পরিচালক হিসাবে রাকেশ রোশনকে পেলেও একসঙ্গে কখনও স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি৷ তবে সেই আক্ষেপও কিছুদিন আগে ঘুচেছে৷ যদিও কোনও ছবির শুটিং নয়৷ উত্তর না, বিজ্ঞাপনে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন হৃতিক-রাকেশ৷