সংবাদ সংস্থা মুম্বই: ‘আমির’ ও ‘টেবল নম্বর ২১’-এর মতো ছবিতে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পাওয়া অভিনেতা রাজীব খাণ্ডেলওয়াল এবার সরাসরি মুখ খুললেন বলিউডের যৌন হেনস্থা নিয়ে। জানালেন, কীভাবে তিনি নিজে মুখোমুখি হয়েছিলেন কাস্টিং কাউচের এবং সেই পরিস্থিতিতে নানান প্রলোভনের মুখে কীভাবে নিজের সংযম ধরে রেখেছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজীব বলেন, “এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া বাইরের লোকের পক্ষে খুব কঠিন। আর সেই সময় আমি নিজে কিছু যৌন হেনস্থার মুখোমুখি হয়েছি।” তবে তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন, তাঁর সাফল্যের পথ কখনওই ‘যেন তেন প্রকারেণ ’ নয়। “নিজেকে চেনা খুব জরুরি। আমি কে, আমি কেমনভাবে সফল হতে চাই— সেটা যত তাড়াতাড়ি বোঝা যায়, তত ভাল। আমি এমন একজন নই যে শর্টকাটে চলতে চাই। আমি চাই, প্রতিটা প্রশংসা, প্রতিটা হাসি আমি নিজের পরিশ্রমে অর্জন করি,”— বলেন তিনি। রাজীব আরও যোগ করেন, তিনি নিজের কেরিয়ারের রাশ কাউকে দিতে চাননি।
“অনেক সময় এমন পরিস্থিতি আসে, যা খুব টেম্পটিং হতে পারে। কিন্তু আমি স্পষ্টভাবে বলতাম, ‘স্যার, আমার থেকে আপনি কিছু পাবেন না।’ আর মনের মধ্যে ভাবতাম— আপনি কি আমার ভাগ্য লিখবেন? না স্যার, সেটা আমি নিজেই লিখব।” রাজীব জানালেন, তিনি কখনও কাউকে এতটা গুরুত্ব দেননি, যে তার হাতেই থাকবে তাঁর ভবিষ্যৎ।
শেষবার রাজীবকে দেখা গেছে আদিত্য সারপোতদার পরিচালিত একটি থ্রিলার সিরিজে, যেখানে ছিলেন সাই তামহানকর-ও। মারাঠি উপন্যাস ‘প্রতীপশচন্দ্র’-এর অনুপ্রেরণায় তৈরি সিরিজটি একদিকে ঐতিহাসিক, অন্যদিকে আধুনিক অ্যাডভেঞ্চারে ভরপুর— যার তুলনা করা হচ্ছে ইন্ডিয়ানা জোন্স-এর সঙ্গেও। সিরিজটি মুক্তি পেয়েছে ৩১ জানুয়ারি, ওটিটি প্ল্যাটফর্মে।
