নিজস্ব সংবাদদাতা: বাংলা নাট্যজগতে বাদল সরকার এক বিপ্লবের নাম। তাঁর লেখায় প্রশ্ন উঠে আসে সমাজের প্রতিষ্ঠিত কাঠামো, ক্ষমতার ভারসাম্য এবং মানুষের গভীরতম অস্তিত্ব জিজ্ঞাসা নিয়ে। ঠিক সেই জায়গা থেকেই উঠে এসেছে তাঁর অন্যতম শক্তিশালী নাটক ‘বাঘ’, যা শুধুই একটি নাটক নয়—এক নিরন্তর প্রশ্ন। ‘বাঘ’ নাটকটি গড়ে উঠেছে এক বাঘ ও এক মানুষের কথোপকথনের মাধ্যমে, কিন্তু এই কথোপকথন প্রকৃত অর্থে প্রতীকী। বাঘ এখানে একদিকে হিংস্রতা ও আধিপত্যের প্রতীক, অন্যদিকে মানুষের মুখোমুখি দাঁড় করায় তার নিজস্ব ভয়, অসহায়তা, এবং খাঁচার ভিতরের বন্দিত্বকে। নাটকটি প্রশ্ন তোলে—শিকারের মতো যাকে দেখা হয়, সে-ই কি আদতে শিকারি নয়? আর শিকারি কি কখনও শিকার হতে পারে না? 

 


বাদল সরকারের লেখা এই ‘বাঘ’–এর আধুনিক পুনর্নির্মাণ ‘হালুম জিন্দা হ্যায়’, এই সময়ের প্রেক্ষিতে যা এক অনন্য নাট্যপ্রয়াস। এ বং পজিটিভ নাট্যদল-এর প্রযোজনায় ও বাপ্পার সামগ্রিক পরিকল্পনায় মঞ্চে এল এমন এক নাটক, যা ভাঙে চেনা ছকের গণ্ডি, আর তৈরি করে দর্শক-মননে অস্বস্তির গর্জন। আগামী  ২৭ জুলাই ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে প্রথম শো।

 

 

 

নাটকটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন দুই শক্তিশালী শিল্পী—রজতাভ দত্ত ও বিন্দিয়া ঘোষ। নাটকের প্রাণ রজতাভ দত্ত-র সংলাপপ্রবাহ ও বিন্দিয়া ঘোষ-র সংবেদনশীল অভিনয়। তাঁদের সঙ্গে আছেন সাগর, সুভদীপ, রূপম ও অনুসূয়া—প্রত্যেকেই তাঁদের ভূমিকা নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন।  ‘হালুম জিন্দা হ্যায়’ নাটকে বাঘ শুধু প্রাণী নয়, সে এক প্রতীক—ক্ষমতার, বিপদের, এবং অবদমিত প্রশ্নের।

 

 

‘হালুম জিন্দা হ্যায়’-এর পরিচালক বাপ্পার কথায়, “বাদল সরকারের কালজয়ী নাটক ‘বাঘ’ বন্ধুত্ব, সম্পর্কের জটিলতা এবং সহাবস্থানের প্রশ্ন তোলে। এই নাটকটি মানবিক সম্পর্কের গভীরে প্রবেশ করে, যেখানে প্রতিটি বন্ধনের পিছনে লুকিয়ে থাকে শূন্যতা ভরাটের চেষ্টা এবং মতাদর্শের সংঘাত। এই প্রযোজনা সেই আলোচনাকে আধুনিক প্রেক্ষাপটে তুলে ধরার একটি প্রয়াস।” আরও জানান, নাটকটি একটি বাঘ ও তার শিকারের মধ্যেকার জটিল সম্পর্কের আঙ্গিকে সমাজের কাঠামো, ক্ষমতার খেলা এবং মানবিক মিথস্ক্রিয়ার সীমা নিয়ে প্রশ্ন তোলে। এটি দর্শককে ভাবায়—কে শিকার, কে শিকারি? কোথায় শেষ হয় নিয়ন্ত্রণ, আর কোথা থেকে শুরু হয় মুক্তি? ছবির সংগীত পরিচালকের দায়িত্ব সামলেছেন সিধু, নৃত্য পরিকল্পনায় দেবস্মিতা, প্রযোজনা নিয়ন্ত্রক - অর্পণ,রিমি ও মৌমিতা,রূপসজ্জায় মুনমুন এবং সুর চন্দ্রদীপ গোস্বামীর।    

 

 

এই নাটক দেখার অভিজ্ঞতা আপনাকে ভাবাবে, নাড়িয়ে দেবে ভেতরটা— হালুম সত্যিই জিন্দা কি না, উত্তর খুঁজে নিন মঞ্চে এসে।