আজকাল ওয়েবডেস্ক: বিনোদন জগতে নেমে এল গভীর শোকের ছায়া। মাত্র ৩৫ বছর বয়সে প্রয়াত হলেন জনপ্রিয় পঞ্জাবি গায়ক রাজবীর জওয়ান্দা। গত ২৭ সেপ্টেম্বর এক মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। প্রায় দু’সপ্তাহ ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে খবর- বুধবার, ৮ অক্টোবর, সকাল ১০টা বেজে ৫৫ মিনিটে মোহালির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। হিমাচল প্রদেশের বাদ্দির কাছে একটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন রাজবীর। জানা গিয়েছে, আচমকা তাঁর গাড়ির সামনে একটি পথভ্রান্ত গবাদি পশু চলে আসায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনায় তাঁর শিরদাঁড়া এবং মস্তিষ্কে গুরুতর চোট লাগে। প্রথমে তাঁকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। এর পর তাঁকে মোহালির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান হাসপাতালে গায়ককে দেখতে গিয়েছিলেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি জানিয়েছিলেন যে রাজবীরের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। এর পর দিন যত গড়িয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত তাঁর শারীরিক অবস্থার খবর জানিয়েছে। তাঁরা জানান, গায়কের শারীরিক এবং স্নায়বিক অবস্থার কোনও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তাঁকে ইনটেনসিভ কেয়ারে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
এদিন হাসপাতালের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়াই রাজবীরের মৃত্যুর কারণ। বিবৃতিতে বলা হয়, “পঞ্জাবি গায়ক রাজবীর জওয়ান্দা ৮ অক্টোবর, ২০২৫, সকাল ১০:৫৫ মিনিটে মোহালির ফোর্টিস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ২৭ সেপ্টেম্বর, ২০২৫-এ একটি পথ দুর্ঘটনার পর অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল, যার ফলে তাঁর শিরদাঁড়া এবং মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে। ক্রিটিক্যাল কেয়ার এবং নিউরোসার্জারি টিমের সর্বাত্মক চিকিৎসা এবং অবিচ্ছিন্ন পর্যবেক্ষণ সত্ত্বেও, আজ সকালে একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ায় তাঁর মৃত্যু হয়।”
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পঞ্জাবি গায়ক মনকির্ত ঔলখ জানান, রাজবীরের শিরদাঁড়ার দুটি হাড় ভেঙে গিয়েছিল, ভেঙে গিয়ে ঘাড়ের হাড়ও। এর ফলে তাঁর মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করা কঠিন হয়ে দাঁড়ায়। সেই কারণেই ১১ দিন ভেন্টিলেটরে ছিলেন তিনি। মাঝে মধ্যে সামান্য উন্নতির লক্ষণ দেখা গেলেও, শেষ কয়েক দিনে তাঁর অবস্থা আরও খারাপ হয়।
আরও পড়ুন: পুরুষরা অন্তর্বাস কিনছেন? না একটিই দিনের পর দিন পরছেন? সেটাই বলে দিতে পারে অর্থনীতির অবস্থা! কীভাবে?
গায়িকার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ভেঙে পড়েছেন তাঁর লক্ষ লক্ষ অনুগামী। শোক প্রকাশ করেছেন শিল্পীরাও। আরেক গায়ক মনকির্ত এদিন সমাজমাধ্যমে লেখেন, “আমাদের অত্যন্ত প্রিয় রাজবীর জওয়ান্দা আর আমাদের মধ্যে নেই। আজ এই নশ্বর পৃথিবীকে বিদায় জানাল এক অমূল্য রত্ন। আজ একজন মায়ের ছেলে, এক বোনের ভাই, এক স্ত্রীর স্বামী, সন্তানদের বাবা এবং অত্যন্ত প্রিয় বন্ধু সকলকে বিদায় জানাল। ওয়াহে গুরু যেন পরিবারকে এই কঠিন সত্যি মেনে নেওয়ার শক্তি দেন। আমি জওয়ান্দা পরিবারের পাশে আছি।”
