সংবাদসংস্থা মুম্বই: এসএস রাজামৌলির পরিচালনায় নতুনভাবে পর্দায় ধরা দিতে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিচালকের আগামী ছবিতে দক্ষিণী অভিনেতা মহেশ বাবুর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।
আপাতভাবে ছবির নাম 'এসএসএমবি ২৯' ঠিক করা হয়েছে। অ্যাকশন ঘরানার এই ছবিতে থাকবে দারুণ রোম্যান্সও, এমনটাই জানা যাচ্ছে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ছবিতে কাজ করার জন্য দারুণ উত্তেজিত প্রিয়াঙ্কা। সবকিছু ঠিক থাকলে ২০২৫-এর শুরুতেই শুটিং ফ্লোরে যাবে ছবিটি। এই প্রথমবার মহেশ বাবুর সঙ্গে জুটিতে কতটা নজর কাড়েন 'দেশি গার্ল' এখন সেটাই দেখার।
প্রসঙ্গত, বহুদিন আগেই বলিউড ছেড়ে আমেরিকা পাড়ি দিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে কাজ করেও পেয়েছেন বিপুল খ্যাতি। এবার নাকি পাকাপাকিভাবে আমেরিকাতেই কাজ করবেন অভিনেত্রী? সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া বলেন,"আমাদের প্রযোজনা সংস্থা 'পার্পল পেবল পিকচার' এখন ভারতে কাজ করছে না। পাকাপাকিভাবে আমেরিকাতেই কাজের পরিকল্পনা করছি। প্রিয়াঙ্কা ভারতে ফিরলে তবে এখানে কাজের চিন্তাভাবনা করব।" সেই সময় বেশ মন খারাপ হয়েছিল নেটিজেনদের। এর মাঝেই প্রিয়াঙ্কার নতুন কাজের খবরে খুশি তাঁর অনুরাগী মহল।
