জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শনের আগামী ছবি ‘হেওয়ান’ এমনিতেই দখল করেছে শিরোনাম। ছবির দুই মুখ্যচরিত্রে রয়েছেন অক্ষয় কুমার ও সইফ আলি খান। বহু বছর পর একসঙ্গে ফের বড়পর্দায় হাজির হচ্ছেন এই জুটি। আর বিশেষ চমক হিসেবে দেখা যাবে দক্ষিণী সিনেমার মহাতারকা মোহনলালকে অতিথি চরিত্রে! সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে প্রিয়দর্শন বললেন— “আপনি যদি জানতে চান মোহনলাল এবং অক্ষয়কে একসঙ্গে পর্দায় দেখা যাবে কি না, তাহলে সেটা আমি বলব না। আমি ছবিতে কেবল গল্পের স্বার্থেই অভিনেতাকে বাছাই করি। ‘হেওয়ান’-এ মোহনলাল আছেন, কিন্তু তাঁর চরিত্রের বিস্তারিত এখন বলছি না। প্রথম আসে চিত্রনাট্য, তারপর অভিনেতা। আমি কখনও কোনও তারকাকে ভেবে ছবি বানাইনি।”
প্রিয়দর্শন আরও জানান, তিনি কখনও কেবল তারকা কাস্ট করতে ছবি তৈরি করেন না। তাঁর জন্য প্রথম ও প্রধান বিষয় হল গল্প, তারপর উপযুক্ত চরিত্রের জন্য অভিনেতা নির্বাচন। এভাবেই হেওয়ান-এর কাজ চলছে।
হেওয়ান মূলত ২০১৬ সালের মোহনলালের থ্রিলার ওপ্পাম থেকে অনুপ্রাণিত। প্রিয়দর্শনের হাত ধরে এবার এটি তৈরি হচ্ছে হিন্দি ভাষায়, যা হবে থ্রিলার ও হরর ঘরানার ককটেল ছবি। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন—
সমুতি রাকানি
সায়ামি খের
শ্রেয়া পিলগাঁওকর
আসরানি
এনার হারাল্ডসন
ছবিটি প্রযোজনা করবে থেস্পিয়ান ফিল্মস ও কেভিএন প্রোডাকশনস, এবং এটি ২০২৬ সালে সিনেমা হলে মুক্তি পাবে।
সম্প্রতি, মুক্তি পেয়েছে অক্ষয়ের একটি ছবি ‘জলি এলএলবি ৩’ – যেখানে তিনি আরশাদ ওয়ার্সির সঙ্গে কোর্টরুমে ড্রামায় দর্শকদের মাত করেছেন। এই ছবি জনপ্রিয় কমেডি–লিগ্যাল ফ্র্যাঞ্চাইজি ‘জলি এলএলবি’-র তৃতীয় পর্ব। উল্লেখ্য, হেওয়ান ছাড়াও অক্ষয় আবার প্রিয়দর্শনের ছবি ‘ভূত বাংলা’–তে হাজির হবেন, যা একটি হরর কমেডি। পাইপলাইনে রয়েছেন ‘হেরা ফেরি ৩’ও।
প্রিয়দর্শন–মোহনলাল জুটি দর্শকমহলে কতটা বাড়াল হেওয়ানের গুরুত্ব? দক্ষিণী ও বলিউডের দুই মহাতারকা—মোহনলাল ও অক্ষয়—এই দু’জনকে একসঙ্গে দেখা মানে দর্শক ও ফ্যানদের জন্য এক বিরল আকর্ষণ। প্রিয়দর্শনের নীতি অনুযায়ী, প্রথম আসে গল্প, তারপর অভিনেতা, এবং তাই হেওয়ান–এ মোহনলালের অতিথি চরিত্রের দেখা মিলবে চিত্রনাট্যের প্রয়োজনেই।
এছাড়া ‘হেওয়ান’-এর ছবির থ্রিলার ও ভয়ের বিষয়বস্তু দর্শককে ধরে রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত। আর অক্ষয় ও সইফের অভিজ্ঞতা সঙ্গে থাকায় ছবিটি বক্স অফিসে বড় বক্স অফিস সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই।
