নিজস্ব সংবাদদাতা: 'হইচই’ ওয়ার্ল্ড ক্লাসিক বিভাগ নিয়ে আসছে 'তালমার রোমিও জুলিয়েট'। নতুন এই ওয়েব সিরিজ নিয়ে বেশ উত্তেজনা ছড়িয়েছে দর্শকমহলে। এই গল্পের পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্পণ গড়াই। চিত্রনাট্য লিখেছেন দূর্বার শর্মা। ও ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য্য। আবারও একবার শেক্সপিয়ারের গল্প নিয়ে কাজ করছেন অনির্বাণ।
রোমিও এবং জুলিয়েট হিসেবে দেখা যাচ্ছে দেবদত্ত রাহা এবং হিয়া রায়কে। দেবদত্তকে দর্শক আগে 'ইন্দুবালা ভাতের হোটেল'-এ দেখেছেন 'মণিরুল'-এর চরিত্রে। এছাড়াও 'বিজয়া'য় অভিনয় করে ইতিমধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। অন্যদিকে, জুলিয়েটের চরিত্রে থাকছেন নতুন মুখ হিয়া রায়। এর আগে 'হইচই'-এর সিরিজ 'জাতিস্মর'-এ দর্শক দেখেছিলেন তাঁকে। এছাড়াও কিছু ধারাবাহিক ও সিরিজেও কাজ করেছেন হিয়া। তবে বলা যায় হিয়ার প্রথম বড় ব্রেক হতে চলেছে জুলিয়েটের চরিত্রে।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তালমার রানা ও জাহানারার প্রেম। স্লোগান দিয়ে প্রেমের রং ছড়িয়ে তাঁদের দাবি, 'প্রেম জারি আছে।'এবার প্রকাশ্যে এল সিরিজের পোস্টার। সেই পোস্টার কিন্তু শুধু প্রেমের রঙে রাঙা নয়, রয়েছে ভিলেনদের কড়া নজরও।
রানা-জাহানারাকে ফের খুনসুটিতে দেখা গেলেও 'মোস্তাক'-এর চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য ও 'সোমনাথ'-এর চরিত্রে অনুজয়কে চট্টোপাধ্যায়কে দেখা গেল বেশ অন্য লুকে। তাঁদের চোখেমুখেই যেন রহস্য। খলনায়কের পুরো ছাপ রয়েছে লাল-নীল রাঙা তাঁদের লুকে।
এই সিরিজে অনির্বাণ, দেবদত্ত, হিয়া, অনুজয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন উজান চট্টোপাধ্যায়, শিলাদিত্য চট্টোপাধ্যায়, পায়েল দে, জয়দীপ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, দেবদাস ঘোষ, বুদ্ধদেব দাস। এখন জোরকদমে চলছে সিরিজের প্রচারের কাজ। আগামী ১৫ নভেম্বর 'হইচই'-এ মুক্তি পাচ্ছে 'তালমার রোমিও জুলিয়েট'।
