সংবাদ সংস্থা মুম্বই: ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ কি প্রেম করছেন? গত বেশ কয়েকদিন ধরেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সমাজমাধ্যমে। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাওস্কর সিরিজে প্রথম একাদশের বাইরে বসতে হয়েছে সিরাজকে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলেও জায়গা পাননি। সেসব নিয়ে চর্চা মিটতে না মিটতেই তাঁকে ঘিরে শুরু হয়েছিল এই গুঞ্জন। সমস্ত গুঞ্জন থামিয়ে রাখঢাক না রেখে এই প্রসঙ্গে মুখ খুললেন সিরাজ। 

 

 

সম্প্রতি, আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলের সঙ্গে এক রেস্তরাঁয় দেখা গিয়েছে মহম্মদ সিরাজকে। তার পরেই শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। নিজের ২৩তম জন্মদিনে সমাজমাধ্যমে কিছু ছবি দেন আশা ভোঁসলের নাতনি। সেখানে একটি ছবিতে তাঁকে সিরাজের সঙ্গে দেখা যায়। দু’জন দু’জনের দিকে হাসিমুখে তাকিয়ে রয়েছেন। এই ছবি প্রকাশ পেতেই মুহূর্তে তা ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমের আনাচেকানাচে। শুরু হয় তাঁদের প্রেমের গুঞ্জন।

 


শেষমেশ জানাই নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে সিরাজের সঙ্গে তাঁর ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আমার প্রিয় ভাই।’ পাল্টা সিরাজও তাঁকে বোন সম্বোধন করেন। লেখেন, তাঁর বোনের মতো মানুষ বিরল।  এমনকি, তাঁর বোনকে তিনি কতটা ভালবাসেন সে কথাও লেখেন ভারতীয় পেসার। তাঁরা স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁদের সম্পর্ক ভাই-বোনের।