নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'তোমাদের রানী' ধারাবাহিকে দর্শক দারুণ ভালবাসা দিয়েছিলেন নায়িকা 'রানী' অর্থাৎ অভিকা মালাকারকে। আজও 'রানী-দূর্জয়' জুটিকে পছন্দের তালিকা থেকে বাদ দেননি অনুরাগীরা। 

 

ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই 'দূর্জানী' জুটির ফেরার অপেক্ষায় ছিলেন দর্শক। যদিও পুরনো জুটিতে না ফিরলেও পুরনো গল্পে ফিরেছিলেন অভিকা। টলিউড পেরিয়ে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী। 'বয়হুড প্রযোজনা সংস্থা'র ব্যানারে স্টার প্লাসে সম্প্রচারিত হচ্ছে 'পকেট মে আসমান'। 

 

সেখানেই হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ ফারমান হায়দারের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিকা। 'তোমাদের রানী'র গল্পেরই রিমেক হিসাবে ছিল এই ধারাবাহিক। পর্দায় অভিকা ও ফারমানের জুটিকে দেখে চোখ ফেরাতে পারেননি দর্শক মহল। 'তোমাদের রানী'র মতোই টিআরপি তালিকায় দারুণ ফল করেছে 'পকেট মে আসমান'। 

 

তবে বেশ কিছুদিন ধরেই বড্ড তাড়াতাড়ি এগোচ্ছে ধারাবাহিকের গল্প। চটজলদি এসেছিল লিপও। তবে জানা যাচ্ছে, এবার নাকি শেষ হতে চলেছে এই মেগা। আর কিছুদিনের মধ্যেই হবে শেষদিনের শুটিংও। মাত্র ছ'মাসেই শেষ হল অভিকার হিন্দি ধারাবাহিকে পথ চলা।