নিজস্ব সংবাদদাতা: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়। পাশে রয়েছেন স্বামী ভারত কল। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। কী এমন হয়েছে যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে? বর্তমানে কেমনই বা আছেন এই অভিনেত্রী? 

 

গত এক বছর ধরেই স্ত্রীরোগজনিত সমস্যায় ভুগছিলেন জয়শ্রী মুখোপাধ্যায়, যদিও সেই নিয়েই শুটিং চালিয়ে গেছেন তিনি। কষ্টও পেয়েছেন। তবে শেষপর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে অস্ত্রোপচার করালেন তিনি। জানা গিয়েছে, গতকালই অস্ত্রোপচার হয়ে গেছে। আগের থেকে জয়শ্রী এখন অনেকটাই ভাল আছেন বলে জানিয়েছেন ভরত কল। এমনকি আজ হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়িও যাবেন তিনি। যদিও এই ক'দিন তাঁর স্ত্রী বেশ কষ্ট পেয়েছেন বলেই জানালেন ভরত কল। 

 

স্টার জলসার 'গীতা এল এল বি' ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন জয়শ্রী। নতুন একটি ট্র্যাকে দেখা যাচ্ছে ভারত কলকেও। তবে এই অসুস্থতা নিয়ে যে এতদিন শুটিং করে গেছেন জয়শ্রী,তা দর্শক বুঝতে পারেননি। এমনকি কিছুদিন আগে এই ধারাবাহিকের এক বছর উদ্‌যাপন অনুষ্ঠানেও  দেখা গেছিল এই যুগলকে। তবে সেই সময়েও নিজের অসুস্থতা বিন্দুমাত্র টের পেতে দেননি তাঁরা। সব কাজ ফেলে হাসপাতালে সারাদিন জয়শ্রীর পাশে ছিলেন স্বামী ভরত কল। এই দু'দিন তাঁদের মেয়ে আইরাকে দেখভাল করেছেন বান্ধবী তথা অভিনেত্রী ময়না বন্দ্যোপাধ্যায়। বর্তমানে হাসপাতাল থেকে ছুটি পেয়ে অনেকটাই স্বস্তিতে জয়শ্রী মুখোপাধ্যায়।