সদ্য বাবা হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। কাজের পাশাপাশি একরত্তি ছেলেকে নিয়েও কাটছে অনেকটা সময়। সেই ঝলকই এবার প্রকাশ্যে। সম্প্রতি পিতা-পুত্রের মিষ্টি মুহূর্তের ছবি অভিনেতাক স্ত্রী পিয়া চক্রবর্তী। কী দেখা যাচ্ছে সেখানে?
পরম স্নেহে ছেলের গালে চুম্বন এঁকে দিচ্ছেন পরম। কখনও আবার ফিডিং বোতলে দুধ খাওয়াচ্ছেন। নবজাতকের ছোট্ট দু’টি পায়ে পরানো সবুজ মোজা। আর তার সঙ্গী দুই ক্রুশের পুতুল। ছোট ছোট এই মুহূর্তগুলি লেন্সবন্দি করেছেন নতুন মা। ছেলেকে বুকে নিয়ে একটি নিজস্বীও পোস্ট করেছেন। তবে সব ছবিতেই সন্তর্পণে আড়াল করেছেন সন্তানের মুখ। এখনই তাকে জনসমক্ষে আনতে চাইছেন না তারকা-দম্পতি। পোস্টের সঙ্গে ক্যাপশনে পিয়া লিখেছেন ‘অভিভাবকত্ব’। জীবনের নতুন অধ্যায় যে তাঁরা চুটিয়ে উপভোগ করছেন, তা বুঝে নিতে অসুবিধা হয় না।
পরম-পিয়ার সঙ্গে একরত্তির ছবি দেখে মুগ্ধ সকলেই। ভালবাসা জানিয়েছেন অভিনেতার সহকর্মী পার্ণ মিত্র। জনৈক অনুরাগী লিখেছেন, ‘অপূর্ব। আশা করি, মা এবং সন্তান দু’জনেই সুস্থ আছে। ওকে সাবধানে রেখো। এমন আবহাওয়ায় অনেক সময় শরীর খারাপ হয়’। নিজের মাতৃত্বের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে আরেকজনের মন্তব্য, ‘এই যাত্রাটা খুবই রোমাঞ্চকর। অনেক অনেক শুভেচ্ছা। একরত্তিকে আমার ভালবাসা দিও’।
পিয়া পেশায় একজন মানসিক স্বাস্থ্য এবং সমাজকর্মী। একই সঙ্গে তিনি সুগায়িকাও বটে। সন্তান জন্ম দেওয়ার আগে মাতৃত্বকালীন ছুটিতে নিজের মতো করে সময় কাটিয়েছেন। মন এবং শরীরের যত্ন রেখেছেন। কাজের ব্যস্ততা সামলে সেই সময় স্ত্রীর পাশে ছিলেন পরমব্রত। ১ জুন পুত্র সন্তানের জন্ম দেন পিয়া।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Piya Chakraborty (@piya_chakraborty)
বাবার ভূমিকায় উত্তীর্ণ হয়ে পিতৃদিবসে পরম বলেন, “আমার বন্ধুদের তুলনায় একটু দেরিতেই বাবা হলাম, তবে আমি মনে করি এটা আমার জন্য ভাল। জীবনের অনেক কিছু দেখে বাবা হয়েছি—তাতে দায়িত্ববোধটা বেশি এসেছে”, বলছেন পরমব্রত। সেই প্রথম মুহূর্তের কথা বলতে গিয়েই আবেগে গলা ধরে আসে অভিনেতার। “প্রথমবার ওকে দেখা, ধরে তোলার আগে... সেটা একেবারেই অবর্ণনীয়। এখনও ওকে দেখলে ভাবি, আমরা দু’জন মিলে এই একটা মানুষ তৈরি করেছি— এটা ভাবলেই আজও গায়ে কাঁটা দেয়।”
তবে বাবা হলেও, সন্তান আসার পর একজন মায়ের ভিতরের পরিবর্তন উপলব্ধি করাটাই পরমব্রতের কাছে সবচেয়ে বড় শিক্ষা। তিনি বলেছিলেন, “যেটা একটা মা অনুভব করে, সেটা কোনও বাবা বা পুরুষ কখনও অনুভব করতে পারবে না—এটা আমার উপলব্ধি। আমার শরীরে হয়তো ৩০ শতাংশও হয়নি যেটা পিয়া পার করেছে। এটা বোঝাটাই সবচেয়ে কঠিন ও বড় বিষয়।” কাজ থেকে কিছুদিনের জন্য ছুটিওল নিয়েছিলেন পরমব্রত। জুলাই পর্যন্ত তাই কাজ বন্ধ রাখেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ‘পুতুল নাচের ইতিকথা’।
প্রসঙ্গত, ২০২৩ সালের শেষের দিকে গাঁটছড়া বেঁধেছিলেন পরমব্রত-পিয়া। ধুমধাম করে নয়, বরং ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানেই উদযাপিত হয় নতুন অধ্যায়। গায়ক অনুপম রায়ের সঙ্গে ২০১৫ সালে বিয়ে হয় পিয়ার। ২০২১ সালে বিচ্ছেদ ঘোষণা করেন তাঁরা। তার দু’বছর পর অনুপমের সংসার পাতেন ঘনিষ্ঠ বন্ধুর পরমব্রতর সঙ্গে।