বলিউড এবং রাজনীতি—এই দুই দুনিয়া যখন একসঙ্গে এসে দাঁড়ায় ক্যামেরার সামনে, তখন যা ঘটে, তা শুধু ‘কনটেন্ট’ নয়, হয়ে ওঠে রিয়েল লাইফ রসায়নের উদযাপন। ঠিক যেমনটা দেখা গেল সদ্য ফাঁস হওয়া দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো-এর একটি প্রোমো ভিডিওতে।
প্রসঙ্গ, অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তাঁর স্বামী, আম আদমি পার্টির নেতা তথা রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা—এই নবদম্পতি প্রথমবার একসঙ্গে হাজির হয়েছেন কাপিলের টক-কমেডি শো-তে। শুটিংয়ের একটি লিকড ভিডিও প্রোমো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়, যেখানে দেখা গেল তাঁদের দাম্পত্যের খুনসুটিভরা, ব্যক্তিগত মুহূর্তের চমক এবং রাজনীতির মুচমুচে মশলা।
সে পর্বের প্রোমো-র শুরুতেই দেখা যায়, রাঘব চাড্ডা বসে আছেন মঞ্চে দুধসাদা রঙের সোফায়, কিন্তু নগ্ন পায়ে। কৌতুকপ্রিয় কাপিল সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন—“বলিউড বউ পাওয়ার পরেই কি পায়ে জুতো পরা ছেড়ে দিলে?” জবাবে রাঘব হেসে জানিয়ে দেন,“ আসল ব্যাপারটা হল, কেউ আমার জুতো চুরি করে নিয়ে গেছে! আমি মঞ্চের পিছনে বসে ছিলাম।”
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Kapil Sharma show Funny videos ❤️ (@kapil.sharmaa1)
এরপরেই হাজির হন কৌতুকাভিনেতা কৃষ্ণা অভিষেক এবং কিকু শারদা, নাটকীয় ভঙ্গিতে ফেরত দেন সেই জুতো। আর সঙ্গে সঙ্গেই দাবি করেন— “শাগুন দাও, জামাইবাবু!” জবাবে রাঘবের ঠাট্টা— “ এই যে, নেতার পকেট থেকে টাকা বের করতে চাচ্ছো? এটা কি এত সহজ?”
রাঘবের বক্তব্যের পরতে পরতে যে জড়িয়ে রাজনৈতিক ব্যঙ্গও, সেকথা বলার জন্য কোনও পুরস্কার নেই। ততক্ষণে অবশ্য দর্শকের মধ্যে হাসির রোল উঠেছে।
শো-তে আরেকটি আলোচিত মুহূর্তে পরিণীতি চোপড়া জানান, লন্ডনে প্রথম রাঘবকে দেখার পরেই গুগল করেছিলেন তাঁর উচ্চতা।
রাঘব সঙ্গে সঙ্গে ঠাট্টা করে বলেন,“ও যেটা বলে, তার ঠিক উল্টো হয়। বলেছিল, ও কোনওদিন কোনও রাজনীতিবিদকে বিয়ে করবে না। আর আজ—ও রোজ সকালে উঠে আমায় বলে, ‘রাঘব চাড্ডা কোনওদিন প্রধানমন্ত্রী হবেন না।’ যেন কোন জাদু-মন্ত্র দিচ্ছে!”এই বক্তব্যে মজার মোড় থাকলেও, একেবারে স্পষ্ট একটা দাম্পত্য আন্তরিকতা ফুটে ওঠে।
রাঘবের মায়ের অসুস্থতা নিয়ে জল্পনা, কিন্তু শুটিং আংশিক শেষ। উল্লেখ্য, শো-র শুটিং চলাকালীন শোনা গিয়েছিল রাঘব চাড্ডার মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, যার জেরে নাকি শুটিং মাঝপথে বন্ধ রাখতে হয়। তবে এই ভাইরাল প্রোমো ইঙ্গিত দিচ্ছে—অন্তত একটি অংশের রেকর্ডিং ঠিকঠাকভাবেই শেষ হয়েছে।
বলিউড বনাম রাজনীতি নয়—এটা বাস্তবের গল্প, যেখানে অনেক সেলেব দম্পতির হাসি-কান্না হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ার ‘কনটেন্ট’, সেখানে পরিণীতি-রাঘবের এই উপস্থিতি ছিল অন্যরকম। হাসির পর্দায় উঠে এল দুই ভুবনের বাস্তব প্রেম, খুনসুটির আড়ালে সংসারের হালকা ছায়া, আর রাজনৈতিক ব্যঙ্গ-রসের মিশেল। এক কথায়—কপিল শর্মার অনুষ্ঠানের এই পর্বটি শুধু বিনোদন নয়, বাস্তব আর রসিকতার এক নিখুঁত জুটি।
২০২৩ সালে উদয়পুরের লি লা প্যালেস-এ এক ঘনিষ্ঠ আয়োজনে চার হাত এক করেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিক রাঘব চাড্ডা। বলিউড ও রাজনৈতিক জগতের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন সেই বিয়েতে, যার কিছু ঝলক আজও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
পেশাগত দিক থেকেও পরিণীতি বেশ ব্যস্ত। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘আমর সিং চমকিলা’ ছবিতে দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে।