বলিউড এবং রাজনীতি—এই দুই দুনিয়া যখন একসঙ্গে এসে দাঁড়ায় ক্যামেরার সামনে, তখন যা ঘটে, তা শুধু ‘কনটেন্ট’ নয়, হয়ে ওঠে রিয়েল লাইফ রসায়নের উদযাপন। ঠিক যেমনটা দেখা গেল সদ্য ফাঁস হওয়া দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো-এর একটি প্রোমো ভিডিওতে।

প্রসঙ্গ, অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তাঁর স্বামী, আম আদমি পার্টির নেতা তথা রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা—এই নবদম্পতি প্রথমবার একসঙ্গে হাজির হয়েছেন কাপিলের টক-কমেডি শো-তে। শুটিংয়ের একটি লিকড ভিডিও প্রোমো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়, যেখানে দেখা গেল তাঁদের দাম্পত্যের খুনসুটিভরা, ব্যক্তিগত মুহূর্তের চমক এবং রাজনীতির মুচমুচে মশলা।


সে পর্বের প্রোমো-র শুরুতেই দেখা যায়, রাঘব চাড্ডা বসে আছেন মঞ্চে দুধসাদা রঙের সোফায়, কিন্তু নগ্ন পায়ে। কৌতুকপ্রিয় কাপিল সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন—“বলিউড বউ পাওয়ার পরেই কি পায়ে জুতো পরা ছেড়ে দিলে?” জবাবে রাঘব হেসে জানিয়ে দেন,“ আসল ব্যাপারটা হল, কেউ আমার জুতো চুরি করে নিয়ে গেছে! আমি মঞ্চের পিছনে বসে ছিলাম।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Kapil Sharma show Funny videos ❤️ (@kapil.sharmaa1)