চলতি বছরই সন্তানসুখ পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। ২০২৫ এর জুন মাসে এই তারকা জুটির জীবনের এই নতুন অধ্যায়ের সূচনা ঘটে। দেখতে দেখতে নিষাদ, অর্থাৎ পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর ছেলের বয়স ৫ মাস হয়ে গেল। এর মধ্যেই একরত্তিকে নিয়ে কী কী পরিকল্পনা রয়েছে তার মায়ের সেটাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে অভিনেতার বেটার হাফ। পিয়া জানালেন ২০২৬ সাল নিয়ে তাঁর কী পরিকল্পনা রয়েছে সেটা।
এদিন নিষাদ ওরফে নডির পায়ের একটি ভিডিও পোস্ট করেন তিনি ইনস্টাগ্রামের স্টোরিতে। সেখানেই একরত্তিকে জিন্স পরে পা দোলাতে দেখা যাচ্ছে। এই ভিডিওর সঙ্গে ক্যাপশনে পিয়া লেখেন, '২০২৬ সালের জন্য পরিকল্পনা: একটা ছোট্ট মানুষকে শেখানো যে কীভাবে খেতে হয়, বসতে হয়, হামা দিতে হয়, ছোট ছোট পা ফেলে হাঁটতে হয়, এবং প্রথম বুলি বলতে হয়।'

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, এই বছরের ভ্যালেন্টাইন্স ডে-র দিনই চমক দিন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। একগুচ্ছ ছবি ভাগ করে জানান তাঁরা বাবা মা হতে চলেছেন। তাঁদের সংসার বাড়তে চলেছে। এই খবর পেয়েই শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছিলেন তাঁর অনুরাগী, ইন্ডাস্ট্রির বন্ধুরা। অবশেষে জুন মাসে ভূমিষ্ট হয় তাঁদের সন্তান। পুজোর সময়, ২৬ সেপ্টেম্বর নিষাদের ছবি প্রথমবারের জন্য পোস্ট করেন পরমব্রত। ছেলের সঙ্গে আলাপ করিয়ে জানান, 'নিষাদের সঙ্গে আলাপ করুন, সঙ্গীতের সপ্তম সুর। বা যাকে দুঃখ স্পর্শ করতে পারে না। ওরফে নডি, মানে যার মাথা বড়। মিষ্টি না?'
২০২৩ সালের নভেম্বর মাসে সাতপাকে বাঁধা পড়েন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। ঘরোয়া অনুষ্ঠানে তাঁদের চার এক হাত হয়।
প্রসঙ্গত বিগত কিছু সময় ধরে ফেডারেশনের সঙ্গে পরিচালকদের জটিলতা চলছিল, বিষয়টা কোর্ট পর্যন্ত গড়ায়। সম্প্রতি অভিনেতা জানিয়েছেন তিনি ফেডারেশনের বিরুদ্ধে আর কোনও মামলায় নেই। বরং উল্টে তিনি এই সংগঠনের প্রশংসা করেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বলেন, 'এই ইন্ডাস্ট্রিতে গত ২৫ বছর ধরে কাজ করার সুবাদে জানি, এই ফেডারেশন একটি সুবৃহৎ পরিবার। পরিবারের মধ্যে যদি কখনও বিবাদ হয়, তখন সেটা আলাপ আলোচনার মধ্যেই মিটিয়ে নেওয়া শ্রেয়। এই ব্যাপারে বলতে দ্বিধা নেই, এই গোটা ব্যাপারটাকে আদালত বা আইনি প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার মধ্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্তটি হয়তো কিছুটা হঠকারী ছিল। সঠিক ছিল না। এর পিছনে কিছু ভুল তথ্য, তথ্যের ভুল বিশ্লেষণ, মিসকমিউনিকেশন, ইত্যাদি জিনিস কাজ করেছিল। ফেডারেশনের গুরুত্ব নিয়ে আমি সবসময় সচেতন ছিলাম। অত্যন্ত সুনিশ্চিত ছিলাম। এমনকী মতবিরোধের সময়ও আমি বারবার বলেছি ফেডারেশন একটি অত্যন্ত জরুরি প্রতিষ্ঠান।' পরমব্রত চট্টোপাধ্যায় স্বীকার করে নেন সভাপতি স্বরূপ বিশ্বাসের পরিচালনায় ফেডারেশন সুসংগঠিত ভাবে কাজ করছে। তাঁরা নিরলসভাবে টেকনিশিয়ানদের উন্নতি, ভাল থাকা নিয়ে কাজ করে চলেছে। অভিনেতার মতে, তাঁদের এই কাজ 'প্রশংসার দাবি রাখে।'
