নিজস্ব সংবাদদাতা: চলতি বছর ভালবাসা দিবসে সন্তান আসার সুখবর দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। জুন মাসেই প্রথম সন্তানের মা-বাবা হওয়ার অপেক্ষায় ছিলেন তারকা দম্পতি। অপেক্ষার অবসান হল পয়লা জুনেই। পুত্র সন্তানের জন্ম দিলেন পিয়া। ছেলের বাবা হলেন পরমব্রত।
এই খবর প্রথম সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং পিয়ার সহকর্মী, প্রখ্যাত মনোবিদ রত্নাবলী রায়। পোস্টে রত্নাবলী পিয়াকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'আমরা সকলে অত্যন্ত খুশি। 'জুনিয়র ভাল আছে।'
সন্তান আসার প্রথম খবর দিতে সমাজমাধ্যমে নিজেদের আদুরে ছবি এবং দুই পোষ্যর ছবি সমাজমাধ্যমে ভাগ করে পরমব্রত লিখেছিলেন, 'প্রেম দিবসের পার্টি করতে আমাদের দেরি হল কারণ আমরা কিছু জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম, প্রথম আমরা নিজেরা , দ্বিতীয় আমাদের বড় সন্তান নিনা, তৃতীয় কত বছর আমাদের কাছে আসা বাঘা, চতুর্থ আমাদের ভালবাসার অংশ ক্রমশই বড় হচ্ছে। নতুন সদস্য যোগ হতে চলেছে এই পরিবারে।'
২০২৩-এর নভেম্বরে গোপনে খুব কাছের কয়েকজন মানুষদের নিয়ে বাড়িতেই আইনি বিয়ে সারেন পরম-পিয়া। তবে বিয়ের আগে তাদের প্রেম নিয়ে দু'জনেই জানিয়েছেন, তাঁরা শুধুই ভাল বন্ধু। বিয়ের পরও অবশ্য বন্ধুত্ব অটুট, তবে পরিবারে এবার বন্ধুর সংখ্যা বাড়ল। পরম-পিয়াকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বহু টলি তারকা থেকে নেটিজেনরাও।
