সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান এবং ছবি নির্মাতা পহলাজ নিহলানি সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমার শুটিংয়ে অভিনেতাদের প্রভাব, বিলাসিতা নিয়ে মুখ খুলেছেন। পাশাপাশি তাঁর নিজের ছবি ‘তালাশ: দ্য হান্ট বিগিনস’ শুটিংয়ের সময় অক্ষয় কুমারের আচরণ ও কীর্তি নিয়েও বিস্ফোরক দাবি করেছেন।

 

পহলাজের কথায় —“আগে প্রযোজক এবং পরিচালক ছবির কাস্টিং করত, নায়কেরা হস্তক্ষেপ করত না। কিন্তু প্রথমবার তালাশ-এ অক্ষয় কুমার বলল, ‘কাল থেকেই শুটিং শুরু করতে পারি আমি, কিন্তু নায়িকা চাই—করিনা কাপুর-কেই!’” ২০০২-০৩ সালের সময়কার ২২ কোটির মেগা বাজেটের তালাশ সিনেমা, সে সময়কার অন্যতম ব্যয়বহুল প্রোজেক্ট ছিল। নিহলানির কথায়, “আমার কেরিয়ারে সেই প্রথমবার কোনও নায়ক কাস্টিং নিয়ে শর্ত দিল। অক্ষয় বলল করিনা ছাড়া সিনেমার শুটিং শুরুই হবে না। কারণ, সে চেয়েছিল তরুণ নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করে নিজেকে কম বয়সী দেখাতে! ”

 

অভিনেতা-অভিনেত্রীদের ভ্যানিটি কালচার নিয়েও বিষোদ্গার করলেন : “আগে একজন লোক যেত, এখন ১০ জন!” পহলাজ বলেন— “একজন মেকআপ আর্টিস্ট থাকত আগে, এখন আলাদা হেয়ার ড্রেসার, আয়না ধরার জন্য লোক, রান্নার লোক, জিম ট্রেনার পর্যন্ত থাকে। ৬টা ভ্যানিটি ভ্যান লাগে! লজ্জা করা উচিত।” তিনি যোগ করেন—“রাতে মাদক, সকালে ডায়েট—এটাই এখনকার অনেকের রুটিন। আগে সবাই নিজের খাবার নিয়ে আসত, এখন চাই আলাদা কিচেন ভ্যান।” তিনি খোলাখুলি বলেন—“এখনকার অভিনেতারা কাস্টিং, পরিচালকের পছন্দ, এমনকি বাজেট পর্যন্ত নির্ধারণ করে। প্রযোজকরা আজ স্রেফ বেয়ারায় পরিণত হয়েছে।” এই মন্তব্যে ফের প্রশ্ন উঠছে—আজকের বলিউডে আসল সিদ্ধান্ত নিচ্ছে কে? সৃজনশীলতা না ব্র্যান্ড ভ্যালু?

 

পহলাজ নিহালানির এই মন্তব্য শুধুই একটি সিনেমা বা একজন নায়কের প্রসঙ্গ নয়—এটা একপ্রকার দর্শকের কাছেও সতর্কবার্তা—বলিউডের গ্ল্যামারের আড়ালে কতটা হিসেবি রাজনীতি, এবং একঘেয়ে ‘ছবি তৈরির ব্যবসা’ লুকিয়ে রয়েছে।