আজকাল ওয়েবডেস্ক:সম্প্রতি আলিয়ঁস ফ্রাঁসেতে প্রকাশিত হল অনলাইন ওয়েব পত্রিকা ট্রামলাইনওয়েব ডট কম। সে বিষয়েই গুণীজন সমারোহ ছিল এইদিন। বললেন সঞ্জয় মুখোপাধ্যায়, অভীক মজুমদার, প্রীতিময় চক্রবর্তী-সহ বিশিষ্টরা। নানা বয়সী মানুষের ভিড় ছিল এদিন। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বহু গুণীজন লিখেছেন অনলাইন এই পত্রিকার প্রথম সংখ্যাতেই।
সেখানে যেমন রয়েছেন মহেশ দাতানি, পরঞ্জয় গুহঠাকুরতা-রা, পাশাপাশি রয়েছেন অঞ্জন দত্ত, সুমন মুখোপাধ্যায়র মতো বিশিষ্টজনের লেখা ও ইন্টারভিউও। এদিন ব্রেসঁর ১২৫ বছর উপলক্ষেও দেখানো হল তাঁর 'ফোর নাইটস অফ আ ড্রিমার' ছবিটিও। ছবিটি নিয়ে সঞ্জয় মুখোপাধ্যায় বললেনও বিশদে।
