সংবাদ সংস্থা মুম্বই: যখন শর্মিলা ঠাকুর ২০২৩-এ জানান তিনি ক্যানসারের বিরুদ্ধে লড়েছেন, তখন স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। সেই সময় কেউ টেরও পাননি, বলিউডের প্রবাদপ্রতিম অভিনেত্রী এক ভয়াবহ লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আর এবার প্রথমবারের মতো সেই অধ্যায় নিয়ে মুখ খুললেন তাঁর কন্যা, অভিনেত্রী সোহা আলি খান।
সোহা সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বললেন,“অনেকের মতো আমাদের পরিবারেও কিছু কঠিন, কিছু কষ্টের সময় গিয়েছে। মা ছিলেন ভাগ্যবান—তাঁর ফুসফুসে ক্যানসার ধরা পড়ে একেবারে স্টেজ জিরোতে। কোনও কেমো, রেডিয়েশন কিছুই লাগেনি। অস্ত্রোপচার করে কেটে ফেলা হয়েছিল। এখন তিনি সম্পূর্ণ সুস্থ!”
অন্যদিকে, করণ জোহরের কফি উইথ করণ শো-তে সইফ আলি খানের সঙ্গে হাজির হয়ে শর্মিলা নিজেও বলেছিলেন, তিনি রকি ঔর রানি কী প্রেম কাহানি-র জন্য প্রস্তাব পেয়েছিলেন। শোনামাত্রই করণ জোহর বলেন, “শর্মিলাজি ছিলেন আমার প্রথম পছন্দ শবানা আজমির চরিত্রের জন্য। কিন্তু ওঁর স্বাস্থ্যের কারণে ওঁকে না বলতে হয়েছিল, আর সেটাই আমার একটা বড় দুঃখ।” এর জবাবে শর্মিলা ঠাকুর বলেন,“ওটা ছিল কোভিডের সবচেয়ে ভয়ংকর সময়। টিকা আসেনি তখনও। ক্যানসার হওয়ার পর আর একটা ঝুঁকি নেওয়ার মতো অবস্থা ছিল না।”
শর্মিলার এই সাহসিকতা ও সচেতন সিদ্ধান্ত আজ অনেকের কাছে এক অনুপ্রেরণার নাম। বলিউডে যেখানে অনেকেই রোগ-ব্যাধি লুকিয়ে যান, সেখানে তিনি তা স্বীকার করে নিয়েছিলেন মাথা উঁচু করে—নিঃশব্দে, দৃপ্তভাবে।
প্রসঙ্গত, ৮০-র গণ্ডি পেরিয়েও অভিনয়ে বিরাম নেই তাঁর। শর্মিলা ঠাকুর এখনও পুরোদমে কাজ করছেন সিনেমায়। এবার তাঁকে দেখা যাবে সুমন ঘোষ পরিচালিত বাংলা ছবি ‘পুরাতন’-এ, যার মুক্তি পেল শুক্রবার। তাঁর সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগেও ২০২৩ সালে মনোজ বাজপেয়ীর সঙ্গে ‘গুলমোহর’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। ছবিটি জাতীয় পুরস্কারে জিতেছিল তিন-তিনটি বিভাগে।
