নিজস্ব সংবাদদাতা: অক্ষয় তৃতীয়া বলতে ছোট করে বাড়ির পুজো বোঝেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মী, গণেশপুজো করা হতো। খুব একটা ঘটা করে কোনওদিনই সেভাবে অক্ষয় তৃতীয়া পালন করেননি অভিনেত্রী। এখনও সেভাবেই ছোট করে করেন। তবে এ বছর অক্ষয় তৃতীয়া উপলক্ষে, পুজোর কোনও আয়োজন করেননি কনীনিকা।
 
 
 কনীনিকা বললেন, “নিয়ম মেনে আমাদের বাড়িতে ছোট করেই অক্ষয়তৃতীয়ার পুজো হত। মা-ই করত। ছোটবেলায় তখন মায়ের পাশে বসে থাকতাম। এবারে এই পুজো করব না। কারণ চলতি মাসেই মা মারা গিয়েছেন। আমিও কোনওদিন আড়ম্বরভাবে পুজো করতাম না।" উল্লেখ্য, চলতি মাসে দীর্ঘ রোগভোগের পর প্রয়াত অভিনেত্রীর মা কল্পনা বন্দ্যোপাধ্যায়। আর সোনার গয়না? " সোনার যা দাম বেড়েছে...বাবা রে। নিজের জন্য গয়না কেনার প্রশ্ন নেই। তবে মেয়ের জন্য যতটুকু করার করব, এইটুকুই।”
 
 প্রসঙ্গত, মেয়েকে নিয়ে নতুন পথচলা শুরু করলেন কনীনিকা বন্দোপাধ্যায়।মা ও মেয়ের যুগলবন্দিকে আরও সুন্দর করে সাজাতে কনীনিকা নিয়ে এলেন তাঁর নিজস্ব পোশাকের সংস্থা 'কনী অ্যান্ড কিয়া'। মেয়ের নামের সঙ্গে নিজের নাম মিলিয়ে সংস্থার নামকরণ করেছেন তিনি নিজেই। আপাতত নিজের বিপণি একাহাতেই  সামলানোর চেষ্টা করছেন কনীনিকা।
