নিজস্ব সংবাদদাতা: ভালোবেসে হাত ধরেছিলেন একে অপরের। দুই মেয়েকে নিয়ে ২০ বছরের দাম্পত্য জীবন। আচমকাই তছনছ সাজানো সংসার। যিশু-নীলাঞ্জনার সম্পর্ক ভাঙার খবর আর ধামাচাপা নেই। নিজের জীবন একটু একটু করে একা গুছিয়ে নিচ্ছেন নীলাঞ্জনা। খারাপ সময়ের দমকা হাওয়া কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছেন তিনি। দুই মেয়েকে নিয়েই প্রথমবার গণেশ পুজো করছেন নীলাঞ্জনা। পাশে নেই যিশু সেনগুপ্ত।
মাকে হারানোর পর বিয়ে ভাঙার বড় ধাক্কা সামলে উঠতে একটু সময় লেগেছে বটে, তবে এখন নিজেকে সামলে নিয়েছেন নীলাঞ্জনা। প্রথমবার দুই মেয়ে সারা ও জারাকে নিয়ে গণেশ আরাধনা করবেন নীলাঞ্জনা। ইতিমধ্যে গণপতি বাপ্পার প্রবেশ ঘটেছে বাড়িতে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।
এতদিন একা হাতে যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশনের বেশিরভাগ দায়িত্ব পালন করেছেন নীলাঞ্জনা। কিন্তু যিশুর সঙ্গে দূরত্ব বাড়ার পর নিজের প্রযোজনা সংস্থার কাজ শুরু করে দিয়েছেন তিনি। জি বাংলার নতুন ধারাবাহিক 'আনন্দী'র হাত ধরে নিজের প্রযোজনা সংস্থার প্রথম কাজে পা রেখেছেন প্রয়াত অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের মেয়ে। ইতিমধ্যেই জোর কদমে চলছে শুটিংও।
দুই মেয়ের নামে প্রযোজনা সংস্থার নাম রেখেছেন নীলাঞ্জনা। কারণ এই কঠিন সময় কাটিয়ে উঠতে পেরেছেন তাঁদের জন্যই। এমন কি নীলাঞ্জনা বলেছিলেন, মেয়েরাই তাকে শেখাচ্ছেন কীভাবে নিজেকে ভালবাসতে হয়, এতদিন হয়তো যা করেননি প্রযোজক।
তারকা দম্পতির বিয়ে ভাঙা নিয়ে অনেকদিনই কানাঘুষো শোনা যাচ্ছিল। কিন্তু গত জুলাই মাসে আচমকাই যেন বেআব্রু যায় তাঁদের সংসার জীবন। শোনা যায়, যিশুর সঙ্গে সম্পর্কে দূরত্বের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন নীলাঞ্জনা। সমাজমাধ্যমে নিজের প্রোফাইল থেকে সেনগুপ্ত পদবি মুছে ফেলেন যিশু-পত্নী। বড় মেয়ে সারা অনেক দিন আগেই বাবা যিশু সেনগুপ্তকে আন ফলো করেছেন। টলিপাড়ার অন্যতম ‘সুখী দম্পতি’-র আখ্যা পাওয়া যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদ এখনও মেনে নিতে পারেননি তাঁদের কাছেরা মানুষেরা। যদিও এই বিষয়ে সরাসরি দু’জনের কেউ কখনও কথা বলেননি। শোনা গেছে, মুম্বইতে লিভ ইন করছেন যিশু! ওদিকে মেয়েদের নিয়ে গণেশ পুজোর প্রস্তুতি সারছেন নীলাঞ্জনা।
