সংবাদসংস্থা মুম্বই: টলিউড থেকে বহুদিন আগেই বলিউডে পাড়ি দিয়েছিলেন অভিনেতা নীলাঞ্জন দত্ত। ছোটপর্দার পরিচিত মুখ নীলাঞ্জন এবার আরও একবার নেটফ্লিক্সে। নীরজ পাণ্ডের 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এর পর এবার আদিত্য নিম্বালকারের পরিচালনায় কাজ করতে চলেছেন তিনি। 

 

 

সেই সূত্রে পাড়ি দিয়েছেন মুম্বইয়েও। সূত্রের খবর, পরিচালকের আসন্ন স্পাই থ্রিলার ঘরানার সিরিজ 'ফর ইওর আইজ ওনলি'তে দেখা যেতে চলেছে তাঁকে। এক সরকারি আধিকারিকের চরিত্রে থাকবেন নীলাঞ্জন। ধূসর চরিত্রে আরও একবার বাজিমাত করতে চলেছেন অভিনেতা। 

 

 

গল্পে অভিনেতা প্রতীক গান্ধীকে দেখা যাবে সত্যের সন্ধানী হিসাবে। বেশিরভাগ সময়ই তাই প্রতিকের বিপরীতে পর্দায় দেখা যেতে চলেছে নীলাঞ্জনকে। গল্প এগোবে মুম্বইয়ের এক রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে। প্রতীক ছাড়া এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে কৃতিকা কমরা, তিলোত্তমা সোম, রজত কাপুরের মতো বলি অভিনেতাদের। সূত্রের খবর, এই মুহূর্তে জোর কদমে চলছে সিরিজের শুটিং। চলতি বছরের শেষে বা ২০২৫-এর শুরুর দিকে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে 'ফর ইওর আইজ ওনলি'।

 

 

প্রসঙ্গত, জিও স্টুডিওতে মুক্তি পেয়েছে পরিচালক জয়ন্ত রোহতগির 'সুমো দিদি'। এই ছবিতে বাঙালি ফুটবল প্রশিক্ষক 'অক্ষয় গঙ্গোপাধ্যায়'-এর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে নীলাঞ্জনকে। এছাড়াও নিখিল আদবানি পরিচালিত 'রকেট বয়েজ ২'-এ বিশেষ চরিত্রে দেখা গিয়েছে অভিনেতাকে।