সংবাদসংস্থা মুম্বই: গান হোক বা নাচ, অভিনয় থেকে 'বোল্ড' ফ্যাশন সর্বক্ষেত্রে পারদর্শী। তবুও তিনি বিতর্কে। কখনও বলি ইন্ডাস্ট্রির গায়কের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, কখনও বা পোশাক নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন গায়িকা নেহা ভাসিন।

 

 

২০০৭ সালে ‘ফ্যাশন’ ছবিতে গান করে শ্রোতাদের মনে জায়গা করে নেন তিনি।প্রথম গান গাওয়ার পরেই নামডাক হয়ে যায় নেহার। তার পর ‘মেরে ব্রাদার কি দুলহন’, ‘সুলতান’, ‘গুন্ডে’, ‘নীরজা’, ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো একের পর এক হিন্দি ছবিতে গান গেয়েছেন তিনি। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, পঞ্জাবি ভাষায় গান গাইতেও দেখা গিয়েছে নেহাকে। 

 

কিন্তু জানেন কি, মাত্র ২০ বছর বয়সে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন নেহা! কারণ, তাঁকে মোটা বলে কটাক্ষ করা হয়েছিল। এমনকী, বলা হয়েছিলেন তাঁর মোটা শরীরের জন্য টিভির পর্দায় আনা হবে না তাঁকে। এমন প্রত্যাখ্যান পেয়ে নিজেকে ঠিক রাখতে পারেননি নেহা। বাড়ি ফিরে দু’বোতল ফ্যাট কাটার খেয়ে নেন। দু’দিন জ্ঞান ছিল না তাঁর। 

 


নেহার কথায়, ‘‘আমাকে গ্রিন রুমের বড় টিভিতে দেখিয়ে বলা হয়, আমি মোটা। টিভিতে দেখতে ভাল লাগবে না।” এই কথা শুনেই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। যদিও নেহার দাবি, সেই সময় তাঁর ওজন ছিল ৫০ কেজি। তবে শরীর নিয়ে বরাবর ভুগতে হয়েছে তাঁকে।