কিংবদন্তি রাজ কাপুরের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে কাপুর পরিবারের একটি বিশেষ ঘরোয়া মিলন ও ভোজের আয়োজন করা হয়েছিল। আরমান জৈন আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে রণবীর কাপুর, করিনা কাপুর খান, নীতু সিং, সইফ আলি খান এবং করিশ্মা কাপুর-সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এই আড্ডায় করিনা কাপুর খান তাঁর গর্ভাবস্থার একটি মজার স্মৃতি তুলে ধরেন, যেখানে নীতু কাপুরের কাছ থেকে তিনি তাঁর বেশি খাওয়া নিয়ে 'বকুনি' খেয়েছিলেন।
বর্তমানে নীতু কাপুরও মজা করে করিনাকে উদ্দেশ্য করে বলেন, "তুমি খুব বেশি খাও।" এর উত্তরে করিনা সেই সময়ের কথা মনে করিয়ে দেন যখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং নীতু তাঁকে দেখেই প্রায়শই বলতেন, "এত বেশি খেও না।" করিনা তখন বলেছিলেন, "আমি তো অন্তঃসত্ত্বা," আর নীতু কাপুর উত্তর দিয়েছিলেন, "তাতে কী হয়েছে!"
পরিবারের এই ভোজের টেবিলে রণবীর কাপুর তাঁর ঠাকুমার হাতে তৈরি 'বেকড ম্যাক অ্যান্ড চিজ'-এর কথা স্মরণ করেন। নীতু কাপুর যোগ করেন যে প্রায় প্রতি রাতের খাবারেই এই পদটি থাকত। ঠিক তখনই করিনা জানান যে এই প্রিয় খাবারটি যখন তিনি গর্ভাবস্থায় একটু বেশিই খেতেন, তখন নীতু তাঁকে টিপ্পনী কেটে বলতেন— "আর কত খাবি?"
করিনা তখন বলেছিলেন, "আমি মা হতে চলেছি, আমার খাওয়ার অনুমতি আছে।" কিন্তু নীতু তখনও তাঁকে থামানোর চেষ্টা করে বলতেন, 'এগুলো এত খেও না।' এর আগেও করিনা তাঁর ইনস্টাগ্রামে অন্তঃসত্ত্বাকালীন কয়েকটি খাবার খাওয়ার ইচ্ছের কথা ভাগ করেছিলেন।
তিনি জানান যে প্রায়ই মধ্যরাতে ডেজার্ট খাওয়ার প্রবল ইচ্ছা হত। এমনকী এক গ্লাস ওয়াইনের জন্যও তিনি ছটফট করতেন। তবে, তিনি এও বলেছিলেন যে গর্ভাবস্থায় তাঁর শরীরে অনেক পরিবর্তন এসেছিল, এমনকী তার প্রিয় খাবার খাওয়ার পরেও কখনও কখনও বমি করার মতো অনুভূতিও হত।
তবে মজার ছলে হলেও, নীতু কাপুরের এই কথাগুলো একটি সাধারণ ধারণা নিয়ে প্রশ্ন তোলে, যে গর্ভাবস্থায় একজন মহিলাকে তাঁর সন্তানের জন্যও খেতে হয়। করিনা কাপুর এই ঘটনাটি উল্লেখ করে স্পষ্ট করেছেন যে অন্তঃসত্ত্বা থাকাকালীনও তিনি তাঁর পছন্দমতো খাবার উপভোগ করেছেন এবং বেশি খাওয়া নিয়ে কোনও ধরনের মন্তব্যকে গুরুত্ব দেননি।
