নিজস্ব সংবাদদাতা: ‘আমার বস’র হাত ধরে ২২ বছর পর ফের বাংলা ছবিতে ফিরছেন রাখি গুলজার। বর্তমানে এই ছবির প্রচারে ব্যস্ত উইন্ডোজ প্রোডাকশন হাউজ। শুরু থেকেই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিটি ঘিরে চর্চা তুঙ্গে। শনিবার মুক্তি পেল ‘আমার বস’র প্রথম গান।
আন্তর্জাতিক নারী দিবসে ‘আমার বস’র প্রথম গান ‘বসন্ত ডেকেছে আমাকে’র টিজার প্রকাশ্যে এসেছিল। অনুপম রায়ের সঙ্গীত পরিচালনায় গানটি গেয়েছেন প্রস্মিতা পাল ও উপল সেনগুপ্ত। গানটি এবার মুক্তি পেল।
গানের ঝলকে রাখী গুলজারকে সরস্বতী বন্দনা করতে দেখা গিয়েছে। সঙ্গে রয়েছেন শ্রুতি দাস, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, গৌরব চ্যাটার্জী এবং আরও অনেক অভিনেতা-অভিনেত্রীরা। সকলের সঙ্গে গানের তালে পা মেলান বর্ষীয়ান অভিনেত্রী।
গান মুক্তির অনুষ্ঠানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, "ছবিতে রাখীদি যেভাবে সবাইকে আগলে রেখেছেন, ওঁকে দেখে মায়ের কথা মনে পড়ছিল। অভিনয় নয়, সত্যিই যেন স্নেহে-যত্নে আপন করে নিয়েছিলেন। ছবিতে যে সরস্বতী পুজোর দৃশ্য দেখানো হয়েছে, এর পিছনেও মায়ের ভূমিকা রয়েছে। মা-ই প্রথম বলেছিলেন অফিসে পুজো শুরু করতে। কীভাবে হয়েছিল সেই পুজোর আয়োজন, সেই দৃশ্য ফুটে উঠেছে ছবিতে।"
তিনি আরও বলেন, "ছবির মুক্তির দিন ১৬ মে থেকে এগিয়ে এনে ৯ মে করেছি। এর পিছনে একটা রহস্য আছে। আসলে ১১ মে মাতৃদিবস। তাই তার আগে ছবি মুক্তি পেলে সবাই পরিবারের সঙ্গে ছবিটি দেখতে পারবেন। মাকে সঙ্গে নিয়ে হলে যেতে পারবেন। এই ভাবনা থেকেই সিদ্ধান্ত নিয়েছি।"
