সংবাদসংস্থা মুম্বই: তামাকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জেনেও পান মশলার বিজ্ঞাপনে দেখা যায় বলিউড তারকাদের। এবার এই বিষয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন প্রবীণ অভিনেতা মুকেশ খান্না। অক্ষয় কুমার , শাহরুখ খান, অজয় দেবগণের মতো তারকাদের এই ধরনের বিজ্ঞাপন থেকে দূরে থাকা উচিত এবং ভবিষ্যতে ভেবে চিন্তে বিজ্ঞাপনের চুক্তি মঞ্জুর করা উচিত। এমন কথাও বলেন মুকেশ খান্না।
সম্প্রতি, মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে মুকেশ খান্না নিছক মজার ছলেই জানান, এই বিজ্ঞাপনগুলো করার জন্য তিনি শাহরুখ, অক্ষয় বা অজয়কে হাতের কাছে পেলে ধরে মারবেন।
তিনি আরও জানান, ইতিমধ্যেই এই ধরনের বিজ্ঞাপন করার জন্য নাকি অক্ষয় কুমারকে তিনি ধমক দিয়েছেন। তাঁর কথায়, "বিজ্ঞাপন বানানোর জন্য কোটি কোটি টাকা খরচ হয়। কিন্তু এইগুলোর নেতিবাচক দিক কী সেটাও সবাই জানেন। তাই একজন অভিনেতা হিসেবে এই ধরনের বিজ্ঞাপন করা উচিত নয়। কারণ তাঁদের
অনুরাগীদের সংখ্যা প্রচুর। তাঁরা, অভিনেতাদের দেখেই অনুপ্রেরণা পান। এই ধরনের বিজ্ঞাপনে কাজ করলে অনুরাগীদের ভুল পথে চালনা করা হবে।"
মুকেশ খান্না জানান তাঁর কাছে এই ধরনের বিজ্ঞাপন করার জন্য বহু প্রস্তাব এসেছে। কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছেন। তাই তিনি চান ভবিষ্যৎ প্রজন্ম যেন তাঁকে দেখে অনুপ্রাণিত হয়ে এই ধরনের কাজে পা না বাড়ায়।
সম্প্রতি, মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে মুকেশ খান্না নিছক মজার ছলেই জানান, এই বিজ্ঞাপনগুলো করার জন্য তিনি শাহরুখ, অক্ষয় বা অজয়কে হাতের কাছে পেলে ধরে মারবেন।
তিনি আরও জানান, ইতিমধ্যেই এই ধরনের বিজ্ঞাপন করার জন্য নাকি অক্ষয় কুমারকে তিনি ধমক দিয়েছেন। তাঁর কথায়, "বিজ্ঞাপন বানানোর জন্য কোটি কোটি টাকা খরচ হয়। কিন্তু এইগুলোর নেতিবাচক দিক কী সেটাও সবাই জানেন। তাই একজন অভিনেতা হিসেবে এই ধরনের বিজ্ঞাপন করা উচিত নয়। কারণ তাঁদের
অনুরাগীদের সংখ্যা প্রচুর। তাঁরা, অভিনেতাদের দেখেই অনুপ্রেরণা পান। এই ধরনের বিজ্ঞাপনে কাজ করলে অনুরাগীদের ভুল পথে চালনা করা হবে।"
মুকেশ খান্না জানান তাঁর কাছে এই ধরনের বিজ্ঞাপন করার জন্য বহু প্রস্তাব এসেছে। কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছেন। তাই তিনি চান ভবিষ্যৎ প্রজন্ম যেন তাঁকে দেখে অনুপ্রাণিত হয়ে এই ধরনের কাজে পা না বাড়ায়।
