সংবাদ সংস্থা মুম্বই: ‘দৃশ্যম ৩’-এর প্রস্তুতি শুরু করে দিয়েছেন নির্মাতারা। মালয়ালম এবং হিন্দি -দুই ভাষাতেই। ‘দৃশ্যম’ ছবির সাফল্যের পর থেকে সারা দেশেই জনপ্রিয় মোহনলাল। দক্ষিণী ছবির এই জনপ্রিয় অভিনেতা এবার জানালেন এই সিরিজের ছবির তৃতীয় পর্বে যদি অজয় দেবগণের সঙ্গে তাঁর ক্রসওভার হয়, তাহলে মন্দ হয় না! বরং অজয়ের সঙ্গে তাঁর কাজ করতে ভালই লাগবে। অভিনেতা আরও বলেন, “এখনও ‘দৃশ্যম ৩’-এর গল্প নিয়ে প্রস্তুতি চলছে। এটুকু বলতে পারি, এই ছবি খুব বড় চ্যালেঞ্জ হতে চলেছে আমাদের কাছে।”
২০২২-এ মুক্তি পেয়েছিল অজয়ের ‘দৃশ্যম ২’। কার্তিকের ‘ভুলভুলাইয়া ২’ ছবিকে বক্স-অফিসের নিরিখে পিছনে ফেলে দিয়েছিল অজয়ের এই ছবি। আরও ভাল করে বললে, সেই বছর অর্থাৎ ২০২২-এ করোনা অতিমারির পরবর্তী সময় মুক্তি পাওয়া হিট হিন্দি ছবি ‘ভুল ভুলাইয়া ২’, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মতো ছবিকে পিছনে ফেলে দিয়েছিল অজয় দেবগণ অভিনীত ‘দৃশ্যম ২’।
প্রসঙ্গত, ২০১৩ সালে জীতু জোসেফ তৈরি করেছিলেন মালয়ালম ছবি ‘দৃশ্যম’। ২০১৫ সালে সেই ছবিরই হিন্দি রূপান্তর তৈরি করেছিলেন পরিচালক নিশিকান্ত কামাত। সেই সময়ে ওই রকম একটা টানটান থ্রিলার দেখে নড়েচড়ে বসেছিলেন দর্শকরা। সেই ছবির সিক্যুয়েল মালয়ালমে ২০২১ সালে বানিয়ে ফেলেছিলেন জীতু জোসেফ। মোহনলাল অভিনীত ‘দৃশ্যম ২’ ছবিটি অনেকেই ঘরে বসে ওটিটি-তে দেখে ফেলেছেন। স্বভাবতই তারপর হিন্দিতে সেই সিক্যুয়েল পেয়ে দর্শকের উন্মাদনা ছিল তুঙ্গে। দ্বিতীয় পর্বের পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন ছবির প্রযোজক কুমার মঙ্গতের পুত্র অভিষেক পাঠক। এই ছবির তৃতীয় পর্বেরও দায়িত্ব পেয়েছেন তিনি। উল্লেখ্য, এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি একই দিনে মালয়ালম এবং হিন্দি— দুই ভাষাতেই মুক্তি পাবে।
