কানাডার ক্যাফেতে গুলিবর্ষণের পর হুমকির মুখে পড়েছিলেন কপিলের শর্মা। সেই বিপদ কাটতে না কাটতেই ফের নয়া বিপদে পড়লেন তিনি। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) আবারও সরব হয়েছে মুম্বই শহরের নাম নিয়ে। সম্প্রতি কপিল শর্মার নেটফ্লিক্স শো-তে অভিনেত্রী হুমা কুরেশি ও তাঁর ভাই শাকিব সেলিম অতিথি হয়ে এসেছিলেন। আলাপচারিতার এক পর্যায়ে হুমা শহরের নাম উল্লেখ করতে গিয়ে মুম্বইয়ের পরিবর্তে 'বম্বে' শব্দটি ব্যবহার করেন। ঠিক এই কথাটিকেই কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছে এমএনএস। 

 


দলটির নেতা অমেয় খোপকার সরাসরি কপিল শর্মা শো-কে উদ্দেশ্য করে সতর্কবার্তা দিয়েছেন যে, ভবিষ্যতে যেন আর 'বম্বে' শব্দটি উচ্চারণ না হয়, বরং কেবলমাত্র 'মুম্বই' নামটাই ব্যবহার করা হয়।

 


অমেয় খোপকার সোশ্যাল মিডিয়ায় শো-এর একটি ভিডিও ভাগ করে লেখেন, 'নাম পরিবর্তনের প্রায় তিরিশ বছর কেটে গেলেও আজও বলিউড, টিভি শো কিংবা হিন্দি সিনেমায় 'বম্বে' শব্দ ব্যবহার হচ্ছে। তিনি জানান, ১৯৯৫ সালে মহারাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে শহরের নাম মুম্বই করে এবং ১৯৯৬ সালে কেন্দ্রীয় সরকারও তা অনুমোদন করে। অর্থাৎ, চেন্নাই, বেঙ্গালুরু কিংবা কলকাতার নাম পরিবর্তনের আগেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছিল।' তাই নাম পরিবর্তনের এত বছর পরও পুরোনো নাম টেনে আনার কোনও যৌক্তিকতা নেই বলে মত এমএনএস-এর।


খোপকার আরও স্পষ্ট ভাষায় জানান, মুম্বই শহরের নাম শুধুমাত্র ভৌগোলিক পরিচয়ের সঙ্গে যুক্ত নয়, এটি গৌরব, সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক। অথচ বড় পর্দা ও টেলিভিশনে যখন 'বম্বে' বলা হয়, তখন তা মুম্বইবাসীর আত্মসম্মানে আঘাত হানে। এমএনএস তাই দাবি করছে, সিনেমা, শো কিংবা অনুষ্ঠানে যেন আর কখনওই 'বম্বে' শব্দটি ব্যবহার না হয়।

 

 

উল্লেখযোগ্য বিষয় হল, নামের প্রশ্নে এমএনএস বরাবরই কঠোর অবস্থান নিয়ে এসেছে। শুধু নাম নয়, ভাষা প্রসঙ্গেও তারা বহুবার সরব হয়েছে। সম্প্রতি একাধিক ঘটনায় দেখা গেছে, মারাঠি ভাষা ব্যবহার না করলে সাধারণ মানুষ থেকে সরকারি কর্মকর্তাদেরও সমালোচনার মুখে পড়তে হয়েছে। নাসিক ও পুনেতে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে মারাঠি ভাষায় কথা না বলার অভিযোগে মারধরের ঘটনাও প্রকাশ্যে এসেছে। এসব ঘটনার পিছনেও এমএনএস নেতাদের ভূমিকা ছিল বলে অভিযোগ উঠেছে।

 

আরও পড়ুন: স্তন বড় করতে চান? হতে চান আরও আকর্ষণীয়? বিতর্কিত মন্তব্য ইয়ামি গৌতমের!

 


কপিল শর্মা শো-কে ঘিরে এই নতুন বিতর্কও তাই বিশেষভাবে নজর কেড়েছে। কারণ এই অনুষ্ঠান শুধু ভারতে নয়, বিদেশেও জনপ্রিয়। এমএনএস-এর বক্তব্য অনুযায়ী, এত বড় প্ল্যাটফর্মে যদি বারবার ভুল নাম উচ্চারিত হয়, তবে তা কোটি কোটি দর্শকের কাছে ভুল বার্তা পৌঁছে দেবে।

 


এক্ষেত্রে বলা যায়, মুম্বই নামটি আজ আর কেবল একটি শহরের নাম নয়, এটি মহারাষ্ট্রবাসীর গর্ব ও পরিচয়। তাই এমএনএস-এর দাবি, নাম পরিবর্তনের তিন দশক পরও যারা 'বম্বে' শব্দটি ব্যবহার করছেন, তাঁদের সচেতন হওয়া উচিত। ভবিষ্যতে যেন আর কোথাও এই শব্দ উচ্চারিত না হয়, সেই সতর্কবার্তাই কপিল শর্মা শো এবং বলিউডকে দিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা।