নিজস্ব সংবাদদাতা: সান বাংলার ধারাবাহিক 'দ্বিতীয় বসন্ত'-এ এল নতুন মোড়। ধারাবাহিকের গল্পের মাধ্যমে উঠে ছোট থেকেই প্রতিবাদের বার্তা গড়ে ওঠার বার্তা।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে 'জাগৃতি' ও 'অনিরুদ্ধ'র মেয়ে 'মিহি' যে স্কুলে পড়ে, সেই স্কুলেরই খেলার শিক্ষকের লালসার শিকার সে। এই ঘটনায় ছোট্ট 'মিহি' ভয় পেয়ে যায়। রাতে নানারকম দুঃস্বপ্ন দেখে সে। ঘটনাটি এতটাই প্রভাবিত করে তাকে যে হঠাৎই তার আচরণ বদলে যায়। সব সময় একটা ভয়ে কুঁকড়ে থাকে সে।
এদিকে 'জাগৃতি' ব্যাপারটা লক্ষ্য করে এবং 'মিহি'র কাছে সব জানতে চায়। 'মিহি' তাকে সব বললে 'জাগৃতি' স্কুলের দ্বারস্থ হয়। এরপর ওই শিক্ষককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জাগৃতি স্কুল কর্তৃপক্ষের কাছে 'গুড টাচ, ব্যাড টাচ' নিয়ে আলাদা ক্লাস শুরু করার আর্জি জানায়। 'জাগৃতি'র কথায়, "শৈশব থেকেই শেখানো হোক প্রতিবাদের ভাষা। ছেলে মেয়ে নির্বিশেষে ছোটবেলা থেকেই তাদের সজাগ করে দেওয়া উচিত। বাচ্চারা হোমওয়ার্ক করল কিনা, খেলো কিনা এইটুকু শুধু জানলে মা-বাবাদের হবে না, মা-বাবাকে বন্ধুর মত বাচ্চাদের সঙ্গে মিশতে হবে,যাতে তারা খোলাখুলিভাবে তাদের সমস্যার কথা বলতে পারে। শুরুটা বাড়ি থেকেই করতে হবে।"
'জাগৃতি'র কথাকে সমর্থন করে 'অনিরুদ্ধ'ও। 'জাগৃতি' ও 'অনিরুদ্ধ' কী পারবে একসঙ্গে হাত মিলিয়ে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে? সেই উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
