বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়িকা, শুরু হয় এক নায়কের সঙ্গে প্রেম। কিন্তু বেশিদিন টেকেনি সেই প্রেম, সিরিয়ালের সেট থেকে সেই প্রেমের পরিণতি হয় বিচ্ছেদ। তবে নায়িকা এবার পড়েছেন তাঁর থেকে বয়সে বেশ বড় এক পরিচালকের প্রেমে। অনেকদিন ধরেই চলছে তাঁদের প্রেম। যদিও মাঝে অবশ্য নায়িকার সঙ্গে আর এক নায়কের প্রেমের গুঞ্জন শোনা যায়। তা যদিও ঠিক ছিল না। তবে পরিচালকের সঙ্গে এখন চুটিয়ে প্রেম করছেন ছোটপর্দার এই জনপ্রিয় নায়িকা।
প্রযোজক বা পরিচালকের সঙ্গে নায়িকার প্রেম নতুন কিছু নয়, কোনও প্রেম থেকে গিয়েছে আবার কোনও প্রেমে শুধুই অপূর্ণতা। আবার টলিপাড়ায় শোনা যাচ্ছে অসমবয়সি এক প্রেমের কথা। এই মুহূর্তে সেই পরিচালকের পরিচালনায় দেখা যাচ্ছে নায়িকাকে। তবে তার অনেক আগে থেকেই পরিচালকের প্রেমে পড়েন নায়িকা।
নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে কম কথা হয়নি একসময়। ধারাবাহিকের সহ অভিনেতার প্রেমে পড়েন তিনি, দু'জনে আংটি বদলও সারেন। তারপরই হয় বিচ্ছেদ। তবে এখানেই শেষ নয়, বিচ্ছেদের পর আবার কাছাকাছি আসা এবং অবশেষে পুরোপুরি বিচ্ছেদ। এই সময় নায়িকার মন খারাপের সঙ্গী হয়েছিলেন এই পরিচালক। যদিও সেই পরিচালক তখন প্রেম করছেন অন্য এক নায়িকার সঙ্গে, সেই নায়িকা আবার একা হাতে নিজের মেয়েকে সামলান। বিচ্ছেদের পর মেয়ে, পরিবার এবং এই পরিচালককে ঘিরেই ছিল তাঁর জগৎ।

কিন্তু মাঝে চলে আসেন আরেক নায়িকা। কম বয়সী নায়িকার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন পরিচালক। স্বাভাবিকভাবেই অন্য নায়িকার সঙ্গে বাড়তে থাকে দূরত্ব, অনেক দিনের সম্পর্ক হলেও পুরোপুরি বেরিয়ে এসে অন্য নায়িকার মনে জায়গা করে নেন পরিচালক। নায়িকা ও পরিচালকের প্রেম কিন্তু চলছে বহুদিন ধরেই। যদিও তা কোনওভাবেই বুঝতে দেননি তাঁরা।
আসলে টলিপাড়ার 'বাড়ি'তে নানা ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে, সেরকমই এক বাড়িতে পর্দায় এখন যাই চলুক না কেন, বাস্তবে চলছে শুধুই প্রেম। পরিচালককে খুব কাছের মানুষ বলে দাবি করেন ছোটপর্দার এই নায়িকা। কিন্তু আসলে কতটা কাছের তা অবশ্য বুঝতে দেননি তিনি। অনেক ছোট বয়স থেকে অভিনয় জগতে পা, তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কথা হয়েছে একাধিকবার।
মুখ্য চরিত্রে কাজ করা শুরু করলেও বর্তমানে পার্শ্বচরিত্রে দেখা যায় এই নায়িকাকে। তবে যে চরিত্র আসুক না কেন তিনি বাজিমাত করেন। বড়পর্দাতেও কাজ করেছেন এই নায়িকা তবে তেমন সাফল্য পাননি, মাঝে অবশ্য কিছুদিনের বিরতি নিয়ে নতুন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। শোনা যাচ্ছে, আগে নিজেদের প্রেম নিয়ে লুকোচুরি চললেও এখন খানিকটা খুল্লাম খুল্লা প্রেম করেন পরিচালক ও নায়িকা।
সম্প্রতি, টলিউডে এক পরিচালক ও অভিনেত্রী সংসারকে ঘিরে ক্রমশই বাড়ছে জটিলতা। তাঁদের অবশ্যই রয়েছে দুই সন্তান। তবে সমাজমাধ্যমে এসে একে অপরকে খুব মন্তব্য করে চলেছেন দু'জনেই। একদিকে যখন বিচ্ছেদের খবর অন্যদিকে আবার প্রেমের খবর। অসম বয়সে এই পরিচালকের মধ্যে নিজের মনের মানুষকে খুঁজে পেয়েছেন নায়িকা। তবে এর আগে পরিচালক যে অভিনেত্রীর সঙ্গে প্রেম করতেন, এমনকি অনেকটা সময় প্রেম করেছেন, তাঁরা দুজনে প্রায় সমবয়সি। পরিচালকের নতুন প্রেমের কারণে সেই অভিনেত্রী আবার এখন মেয়েকে নিয়ে একাই জীবন কাটাচ্ছেন। কথায় আছে, কারওর পৌষ মাস কারওর সর্বনাশ!
