সংবাদসংস্থা মুম্বই: বলিউডে এমন বহু অভিনেতা আছেন যাঁরা শুরুতেই অভিনয়কে পেশা হিসেবে বেছে নেননি। তেমনই একজন অভিনেতা যিনি এই মুহূর্তে বলিউডে কমেডি ঘরানার ছবিতে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নিয়েছেন। কেরিয়ার শুরু করেছিলেন একজন আইনজীবী হিসেবে। তারপর হঠাৎই বলিউডে অভিষেক। তিনি অভিনেতা অপারশক্তি খুরানা। 

সম্পর্কে বলি অভিনেতা আয়ুষ্মান খুরানার ভাই তিনি। মুম্বই সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে, অপারশক্তি বলেছিলেন, "৫ বছর এলএলবি পড়ার পর কিছু সময়ের জন্য দিল্লি হাইকোর্টে কাজও করেছিলাম। এরপর রেডিও জকি হিসেবে কাজ শুরু করেছিলাম। দেখলাম কোনওটায় মন বসাতে পারছিনা। তারপর আমির খানের ছবি 'দঙ্গল'-এর সুযোগ এল। এরপর থেকেই অভিনয় জীবনে যাত্রা শুরু।"

২০১৬ সালে নীতেশ তিওয়ারি পরিচালিত ছবি 'দঙ্গল'-এ 'গীতা','ববিতা'র দাদা 'ওমকার সিং ফোগাট'-এর চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের থেকে ভালবাসা কুড়িয়েছিলেন অভিনেতা। এরপর একে একে কমেডি ছবি 'বদ্রীনাথ কী দুলহানিয়া', অমর কৌশিক পরিচালিত হরর কমেডি ছবি 'স্ত্রী',এমনকী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'জুবিলি' সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল সমালোচক মহলে। এখন দর্শক মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন অপারশক্তি। 

প্রসঙ্গত, 'স্ত্রী ২'-এ নতুন ভাবে ধরা দিতে চলেছেন অভিনেতা। ১৫ আগস্ট বড়পর্দায় আসতে চলেছে শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি অভিনীত এই হরর কমেডি ছবিটি।