সংবাদ সংস্থা মুম্বই: বুধবারের রাত। অল্প অল্প শীত পড়েছে মুম্বইয়ে। এরমধ্যেই মাতুঙ্গা অঞ্চলে রেল স্টেশনের বাইরে শুটিং করছিলেন সলমন খান। সেখান থেকেই সলমনের উদ্দেশ্যে চিৎকার করে ওঠে এক যুবক– “কী রে বিষ্ণোইকে ডাকব নাকি?” শোনামাত্রই সন্ত্রস্ত হয়ে যায় সবাই! তড়িঘড়ি পাকড়ে ফেলা হয় সেই অজ্ঞাত পরিচয়ের যুবককে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য শিবাজী পার্ক থানায় নিয়ে যায় পুলিশ। 


গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইদের মূল নিশানায় সলমন খান। বার বার ‘টাইগার’কে খুনের হুমকি দেওয়া হয়েছে তাদের তরফে। সলমন-শাহরুখ ঘনিষ্ঠ প্রাক্তন মন্ত্রীর হত্যার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। লাগাতার খুনের হুমকির জন্য সলমন খানের নিরাপত্তা আরও জোরদার হয়েছে। ২ কোটি টাকার আগ্নেয়াস্ত্র নিরোধক গাড়িতে যাতায়াত করছেন অভিনেতা। এমনকী রিয়্যালিটি শো 'বিগ বস'-এর সেটেও সেরা সহ ৬০ জন নিরাপত্তারক্ষীর সুরক্ষাকবচ থাকছে প্রতিদিন। এহেন আবহে ওই যুবকের 'হুমকি'কে মোটেই হেলাফেলা করছে না তারকার নিরাপত্তারক্ষীরা।  যদিও পুলিশ সূত্রে খবর, ওই যুবক নাকি আদতে একজন জুনিয়র আর্টিস্ট। ছবির সেটে সলমনের নিরাপত্তারক্ষীদের সঙ্গে জোর বচসায় জড়ায় সে। তখন উন্মত্ত অবস্থায় নিরাপত্তারক্ষীদের সে জোর গলায় ধমকানোর পাশাপাশি বিষ্ণোইয়ের নাম তোলে। সলমন নাকি তখন আশেপাশেই ছিলেন। 


যদিও এখনও পর্যন্ত হুমকির বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি সলমনকে। তবে এর মাঝেই জোরকদমে 'সিকান্দর'-এর শুটিং চালাচ্ছেন তিনি। সাজিদ নাদিয়াদওয়ালার এই ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমির খানের সুপারহিট ছবি 'গজনি'-এর পরিচালক এ আর মুরুগাদোস।