বলিউডের অভিনেত্রী মালাইকা অরোরা আবারও শিরোনামে এসেছেন। সম্প্রতি তিনি মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্ট এলাকায় অবস্থিত নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি বিক্রি করেছেন প্রায় ৫.৩০ কোটি টাকা দামে। এই তথ্য নিশ্চিত হয়েছে ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন (IGR) ওয়েবসাইটে পাওয়া সম্পত্তি সংক্রান্ত নথিপত্র থেকে।
মালাইকা সব সময়ই তাঁর স্টাইল, ফিটনেস এবং লাক্সারি লাইফস্টাইলের জন্য আলোচনায় থাকেন। এবার সম্পত্তি বিক্রির খবর তাঁর ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্ট এলাকার এই ফ্ল্যাটটি শহরের অন্যতম প্রিমিয়াম লোকেশনে অবস্থিত, যা তারকা এবং উচ্চবিত্ত মানুষের পছন্দের জায়গা হিসাবে পরিচিত। ফ্ল্যাটটির অভ্যন্তরে আধুনিক সাজসজ্জা, প্রশস্ত জায়গা এবং বিলাসবহুল সুযোগ-সুবিধা ছিল, যা এটিকে আরও উচ্চমানের করে তোলে।
এই ফ্ল্যাট বিক্রির লেনদেনটি আগস্ট ২০২৫-এ আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রি করা হয়েছে। এর মাধ্যমে মালাইকা উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছেন। তিনি এই সম্পত্তিটি ২০১৮ সালের মার্চ মাসে ৩.২৬ কোটি টাকায় কিনেছিলেন। সাত বছর পর, ২০২৫-এ সেটি বিক্রি হলো ৫.৩০ কোটি টাকায়। অর্থাৎ তিনি প্রায় ২.০৪ কোটি টাকা লাভ করেছেন, যা প্রায় ৬২% মূল্যবৃদ্ধি মাত্র সাত বছরের মধ্যেই।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Malaika Arora (@malaikaaroraofficial)
মালাইকার বিক্রি করা ফ্ল্যাটটি মুম্বইয়ের অন্ধেরি ওয়েস্টের অভিজাত লোকহান্ডওয়ালা কমপ্লেক্সের রানওয়াল এলিগ্যান্ট প্রকল্পে অবস্থিত। ফ্ল্যাটটির কার্পেট এরিয়া ১,৩৬৯ বর্গফুট এবং বিল্ট-আপ এরিয়া ১,৬৪৩ বর্গফুট, সঙ্গে রয়েছে একটি নির্দিষ্ট পার্কিং স্পেস। লেনদেনের সময় ৩১.০৮ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন চার্জ জমা দেওয়া হয়েছে।
অন্ধেরি ওয়েস্ট বরাবরই বলিউড তারকাদের প্রিয় আবাসিক এলাকা হিসেবে পরিচিত। সম্প্রতি এখানেই সম্পত্তি কিনেছেন বেশ কয়েকজন সেলিব্রিটি, যার মধ্যে রয়েছেন কাজল, রণদীপ হুডা, জয়দীপ আহলাওয়াত, গুরমিত চৌধুরী, গওহর খান, জায়েদ দরবার, রণিত বোস রায় এবং কার্তিক আরিয়ান।
পেশাগত জীবনেও মসৃণ পথ মালাইকার। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘হিপ হপ ইন্ডিয়া সিজন ২’-এর বিচারকের আসনে। শোনা যাচ্ছে, অভিনেত্রী বর্তমানে তাঁর প্রয়াত বাবাকে উৎসর্গ করা একটি বিশেষ প্রোজেক্ট নিয়ে কাজ করছেন। পাশাপাশি অয়ুষ্মান খুরানা, রশ্মিকা মন্দানা এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘থামা’ ছবিতে একটি বিশেষ ডান্স নম্বরেও তাঁকে দেখা যাবে।
অভিনয়ের বাইরে মালাইকা এখন একজন উদ্যোক্তাও। গত বছর তিনি বান্দ্রায় তাঁর নিজস্ব রেস্তরাঁ ‘স্কারলেট হাউস’ চালু করেছেন, যা অল্প সময়ের মধ্যেই বলিউড তারকাদের প্রিয় আড্ডাস্থল হয়ে উঠেছে। তিনি একদিকে যেমন বিনোদন জগতের আলোয় আছেন, অন্য দিকে ব্যবসায়ী হিসেবে নিজের আলাদা পরিচয়ও গড়ে তুলছেন।